for Add
স্পোর্টস ডেস্ক : ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার, ২০:০০:৪৩
ঘরের মাঠে লিওনেল মেসিদের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিল ম্যানেচস্টার সিটি। বুধবার রাতে প্যারিস সেন্ট জার্মেইকে তারা হারিয়ে দিল ২-১ ব্যবধানে। ফলে গ্রুপ শীর্ষে শেষ করতে পারলেন না মেসিরা। গ্রুপে দ্বিতীয় হওয়ায় পরের পর্বে কঠিন প্রতিপক্ষের সামনে পড়তে চলেছে পিএসজি।
ইত্তিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে দাপট ছিল পেপ গার্দিওলার দলের। যদিও প্রথমার্ধে কোনও গোল হয়নি; কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫০ মিনিটে) পিএসজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে।
কিন্তু ঘুরে দাঁড়াতে সময় নেয়নি সিটি। ৬৩ মিনিটে সমতা ফেরান রাহিম স্টার্লিং। কিছুক্ষণ পরেই (৭৮ মিনিটে) সিটিকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল হেসুস। নেইমার এবং এমবাপে এরপর চেষ্টা করলেও সমতা ফেরাতে পারেননি।
তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন কি না, তা নিয়ে ম্যাচের পর পিএসজি কোচকে একের পর এক প্রশ্ন করা হয়। যদিও স্পষ্ট কোনও উত্তর দেননি কোচ মাউরিসিও পচেত্তিনো ।
অন্য ম্যাচে লিভারপুল ২-০ ব্যবধানে হারিয়েছে এফসি পোর্তোকে। পাঁচটি ম্যাচের প্রতিটিতেই জিতেছে তারা।
Tags: উয়েফা-চ্যাম্পিয়ন্স-লিগ, নেইমার, পিএসজি, পেপ-গার্দিওলা, ম্যানচেস্টার-সিটি, ম্যানসিটি, লিওনেল-মেসি
For add
For add
For add
For add
for Add