for Add
নিজস্ব প্রতিবেদক : ৪ মে ২০২১, মঙ্গলবার, ২১:৫২:৩৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে বসুন্ধরা কিংসের ৬-০ ব্যবধানের জয়ের সবগুলো গোলই ছিল বিদেশিদের। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে চ্যাম্পিয়নরা জিতলো স্থানীয় দুই ফুটবলারের গোলে। তৌহিদুল আলম সবুজ আর তপু বর্মনের গোল ২-০ ব্যবধানে জয়ে নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৫৮ মিনিটে রবিনহোর ক্রসে বক্সের ভেতর থেকে তৌহিদুল আলম সবুজ হেডে গোল করে এগিয়ে দেন দলকে। ৬২ মিনিটে ডান দিক থেকে ব্রাজিলিয়ান ফার্নান্দেজের কর্নারে তপু বর্মন হেডে ব্যবধান দ্বিতীয় করেন। ওই ৫ মিনিটেই পুলিশের কাছ থেকে ম্যাচটি বের করে নেয় বসুন্ধরা কিংস।
শুরুর দিকেই এগিয়ে যেতে পারতো কিংস। ১৬ মিনিটে পেনাল্টি পায় তারা। কিন্তু সে যাত্রা কিংসকে হাসতে দেয়নি পুলিশ এএফসির গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল-বাম দিকে ঝাপিয়ে পড়ে আটকে দেন ব্রাজিলিয়ান রবসন রবিনহোর পেনাল্টি।
হিমেলের পেনাল্টি রুখে দেয়াটা যেন বাড়তি রসদ জোগায় পুলিশ দলকে। কিংসরে দুর্দান্ত আক্রমনগুলো তারা আটকে দিয়ে ম্যাচকে দ্বিতিয়ার্ধ পর্যন্ত টেনে নেয় গোলশুন্যভাবে। কিন্তু ৫৭ মিনিট পর্যন্ত আটকে রাখা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে যায় কিংসের পাঁচ মিনিটের ঝড়ে। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা।
রবিনহোর পেনাল্টি রুখলেও কিংসকে শেষ পর্যন্ত রুখতে পারেনি পুলিশ এফসি। দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের ঝড়ে বর্তমান চ্যাম্পিয়নরা পুলিশকে ছিটকে দেয় ম্যাচ থেকে। পরে মতিন মিয়া সহজ সুযোগ নষ্ট না করলে জয়ের ব্যবধান বাড়াতে পারতো কিংস।
১৩ তম জয়ে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলে নিজেদের অবস্থান আরো শক্ত করলো কিংস। ১৪ ম্যাচে পুলিশের পয়েন্ট ১৩।
For add
For add
For add
For add
for Add