for Add
বাসস : ১ মে ২০২১, শনিবার, ৫:৫৪:৪২
পবিত্র রামাদানের রোজা রেখেও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অসাধারণ ক্রীড়া নৈপূণ্যে দেখিয়ে চলেছেন পল পগবা। ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার স্বাগতিক ম্যানউইর হয়ে সফরকারী রোমাকে ৬-২ গোলে পরাজিত করার পেছনে তার ক্রীড়াশৈলী ছিল দেখার মতো।
ফ্রান্সের বিশ্বকাপজয়ী এ মিডফিল্ডার ইতালীয় ক্লাবটির বিপক্ষে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি বলের যোগান দিয়ে সতীর্থদের দিয়ে গোল করানোর পাশাপশি নিজেও একটি গোল করেছেন হেডের সাহায্যে।
এমন ভাল পারফর্ম করলেও ২৮ বছর বয়সী এ প্লে মেকার রোজা ভাঙ্গেননি। এ জন্য তাকে কোন রকম অসুস্থতায়ও পড়তে হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েববসাইটকে পগবা বলেন, ‘বছরের পর বছর ধরেই রামাদানে আমি এটি করে আসছি। আমার একজন পেশাদার পুষ্টিবিদ আছেন, যিনি আমাকে সহযোগিতা করেন। তিনি আমাকে বলে দেন কখন খেতে হবে এবং কখন অনুশীলন করতে হবে। তিনি কিছু পুস্টিকর খাবার আমার কাছে পাঠিয়ে দেন। যে কারণে আমার খুব বেশি সমস্যা হয়না এবং মোটামুটি ভাল থাকি।’
পগবা জানান, ‘আমার ভাগ্য ভাল, যে এখানে খুব বেশি উষ্ণতা নেই। তবে সেটি হলেও এর মোকাবিলা করতে হতো। এটি কঠিন কোন কাজ নয়।’ ইসলামের প্রতি নিজের আস্থার কথা জানিয়ে পগবা আরো জানান এর দ্বারা তিনি ভাল ব্যক্তিত্ব হিসেবে গড়ে উঠেছেন।
২০১৯ সালে মুসলিম হওয়ার অর্থ তার কাছে কি জানতে চাওয়া হলে পগবা দ্য টাইমসকে বলেন, ‘এটিই সবকিছু। এটি আমাকে সবকিছুর জন্য কৃতজ্ঞ করে তুলেছে। এটি আমার মধ্যে পরিবর্তন এনেছে। জীবনের উপলব্ধি এনেছে। আমার ধারণা সম্ভবত এটি আমার মধ্যে আরো শান্তভাব এনে দিয়েছে। এটি ছিল আমার জীবনের একটি ভাল পরিবর্তন। কারণ আমি মুসলিম হিসেবে জন্মগ্রহণ করিনি। যদিও আমার মা মুসলিম ছিলেন। তবে আমি সেভাবেই বড় হয়েছি, সবার প্রতি সম্মান প্রদর্শন করে।’
For add
For add
For add
For add
for Add