for Add
স্পোর্টস ডেস্ক : ১৮ এপ্রিল ২০২১, রবিবার, ১১:৫৬:১৫
দীর্ঘ ট্রফি খরা, লিওনেল মেসির মৌসুম শেষে ক্লাব ছাড়ার জল্পনা। এমন পরিস্থিতিতে ক্লাবের অন্দরমহলে গুমোট পরিবেশটা কাটাতে একটা ট্রফি জয় অত্যন্ত জরুরি ছিল বার্সেলোনার; কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় হয়ে গেছে আগেই, লা লিগা খেতাবও নিশ্চিত নয় কোনোভাবেই।
এ অবস্থায় কোপা দেল রে ট্রফিটাকেই পাখির চোখ করেছিলেন বার্সেলোনা ফুটবলাররা। ফুটবলাররা জানতেন এই ট্রফি বদলে দিতে পারে গোটা দলের শরীরি ভাষা। সে মতো প্রতিজ্ঞাবদ্ধ হয়েই শনিবার রাতে কোপা ডেল রে ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হয়েছিল কাতালোনিয়ান ক্লাবটি।
দীর্ঘ দু’বছরের খরা কাটিয়ে অবশেষে বার্সেলোনার ক্যাবিনেটে ঢুকল ট্রফি। জোড়া গোল করলেন মেসি। তার জোড়া গোলে বিলবাওকে ৪-০ গোলে পর্যুদস্ত করে ৩১ বারের জন্য কোপা ডেল রে চ্যাম্পিয়ন হল বার্সেলোনা। কাতালোনিয়া ক্লাবের হয়ে ডাচ কোচ রোনাল্ড কোম্যানের এটাই প্রথম ট্রফি।
অন্যদিকে হুয়ান ল্যাপোর্তা বার্সা প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় ইনিংস শুরুর পর এটা তারও প্রথম ট্রফি। তবে জোড়া গোল করে প্রাণভোমরা লিওনেল মেসি ক্লাবের হয়ে সপ্তমবারের জন্য জিতলেন কোপা ডেল রে ট্রফি।
যদিও মেগা ফাইনালে এদিন ৬০ মিনিট অবধি ম্যাচের গতিপ্রকৃতি দেখে বোঝার উপায় ছিল না বার্সেলোনার লড়াইটা শেষমেষ এতোটা সহজ হতে চলেছে। মাত্র ১২ মিনিটের ঝড়ে এদিন বার্সেলোনার সামনে উড়ে যায় অ্যাথলেটিক বিলবাও।
১৫ দিনের মধ্যে এই নিয়ে দু’বার কোপা ডেল রে ট্রফি জয় থেকে বঞ্চিত হল তারা। গত ৩ এপ্রিল ২০২০ করোনার জেরে স্থগিত হয়ে যাওয়া কোপা ডেল রে ফাইনালেও হারতে হয়েছিল তাদের। রিয়াল সোসিয়েদাদের কাছে গত বছরের কোপা ডেল রে ফাইনালে ০-১ হেরেছিল বিলবাও।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬০ মিনিটে বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করেন আন্তোনিও গ্রিজম্যান। এরপর ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রাংকি ডি জং। ৬৮ এবং ৭২ মিনিটে বিলবাওয়ের কফিনে তৃতীয় এবং চতুর্থ পেরেকটি পুঁতে ট্রফি জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
বার্সেলোনায় তার কোচিং ক্যারিয়ারের প্রথম ট্রফি জিতে কোম্যান জানান, ‘একটা শিরোপা জয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। ক্লাবে অনেক পরিবর্তন এসেছে, নতুন ফুটবলারদের আগমণ ঘটেছে। তবু বার্সেলোনায় থাকা মানে তোমাকে ট্রফির জন্য লড়াই জারি রাখতে হবে। আপাতত প্রথম ট্রফিটা জেতা হয়ে গেল। এখন লা লিগার শেষ ম্যাচ অবধি আমাদের খেতাব দৌড় জারি থাকবে।’
Tags: কোপা-ডেল-রে, বার্সেলোনা, মেসি, লিওনেল-মেসি
For add
For add
For add
For add
for Add