for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ আগস্ট ২০১৬, বুধবার, ২১:৩৪:৪৩
আগামী দুই বছরে বাংলাদেশের সামনে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ থাকবে কিনা তা নির্ভর করছে ভুটানের বিপক্ষে এশিয়ান কাপের প্লে-অফ ম্যাচের ফলের উপর। আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় এবং ১০ অক্টোবর থিম্পুতে বাংলাদেশকে দিতে হবে‘ভুটান-পরীক্ষা।’জাতীয় দলের এ পরীক্ষার আগে ক্লাবভিত্তিক একটা পরীক্ষায় হয়ে যাচ্ছে আগামীকাল(বৃহস্পতিবার) থিম্পুতে। যে পরীক্ষায় নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান রানার্সআপ শেখ রাসেল ক্রীড়া চক্র। এএফসি কাপের প্লে-অফ কোয়লিফাইয়ার্সের গ্রুপ পর্বের শেষ খেলায় ভুটানের ক্লাব এফসি টারটনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের ব্লুজরা।
প্রথম ম্যাচ ড্র করায় স্বাগতিক ক্লাবকে হারালেই পাবে এএফসি কাপের প্লে-অফে খেলার সুযোগ। আর ড্র করলেও হবে, যদি ড্রটা গোলশূন্য না হয়। গোল করে ১ পয়েন্ট পেলেই গোল ব্যবধানে পরের রাউন্ডে উঠে যাবে মারুফুল হকের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শেখ রাসেল ১-১ গোলে ড্র করেছে চাইনিজ তাইপের ক্লাব তাতুংয়ের বিপক্ষে। তার আগে তাতুং ও টারটন নিজেদের খেলা গোলশূন্য ড্র করেছিল। সে সুবাদে টাটুংয়ের পয়েন্ট দুই, রাসেল ও টারটনের পয়েন্ট এক করে। রাসেল যদি টারটনের বিপক্ষে ১-১ গোলেও ড্র করে তবে গ্রুপের তিনটি দলেরই পয়েন্ট দাঁড়াবে দুই করে। সে ক্ষেত্রে গোল পার্থক্যে রাসেল হবে গ্রুপ চ্যাম্পিয়ন।
For add
For add
For add
For add
for Add