for Add
নিজস্ব প্রতিবেদক : ১৩ আগস্ট ২০১৬, শনিবার, ২০:০৯:১০
বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি কল্যাণ তহবিলের ত্রয়োদশ বার্ষিক সাধারণ সভা আজ (শনিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তৃতীয় তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কল্যাণ তহবিলের চেয়ারম্যান সেলিম নজরুল হক। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কল্যাণের সদস্য আমিনুল হক মল্লিক। বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন তহবিলের নির্বাহী কমিটির সদস্য রাকীবুর রহমান, সচিবের প্রতিবেদন পেশ করেন কল্যাণ তহবিলের সচিব দেওয়ান আফসার আহমেদ এবং আর্থিক রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম মিঞা। সভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভপতি মোস্তফা মামুন, সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান রাজিব, রানা হাসান, সানাউল হক খান, ইকরামউজ্জমান, রফিকুল ইসলাম, কামরুন্নাহার ডানা, এসবি চৌধুরী শিশির, লুৎফুল হায়দার সোহাগ, একেএম কামরুজ্জামান হিরু, পারভিন নাসিমা নাহার পুতুল, ড. মুনিম খান নোমান ও ইমরুল কবীর সুমন।
For add
For add
For add
For add
for Add