for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ আগস্ট ২০১৬, সোমবার, ১৩:৪০:২৩
সিডনি, বেইজিং ও লন্ডন অলিম্পিকে নারী টেনিসের দ্বৈতে স্বর্ণ জয়ী দুই বোন সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস এবার বিদায় নিলেও প্রথম রাউন্ড থেকেই। চেক জুটি লুসি সাফারোভা ও বারবোরা স্ট্রাইকোভার কাছে প্রথম রাউন্ডে উইলিয়ামস বোনরা হেরেছেন ৬-৩, ৬-৪ গেমে। এর সঙ্গেই উইলিয়ামস বোনেদের চতুর্থবার অলিম্পিক থেকে সোনা জেতার স্বপ্নও শেষ হয়ে গেল।
হারের পর সেরেনা বলেন, `আমরা দুজন একসঙ্গে দেশের হয়ে খেলেছি, সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আজকের দিনটা আমাদের ছিল না। কিন্তু এখানে অংশ নেওয়া, একসঙ্গে খেলা, এই অভিজ্ঞতাই অনেক। সেটাই স্মৃতি হয়ে থাকবে আগামী দিনে।`
For add
For add
For add
For add
for Add