for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ আগস্ট ২০১৬, রবিবার, ১৯:১১:৪০
রিও অলিম্পিকে মেয়েদের টেনিস এককে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ভেনাস উইলিয়াম। অপরদিকে ডাবলসে হেরে স্বপ্ন ভেঙ্গেছে ভারতীয় তারকা সানিয়া মির্জারও।
সোনা জয়ের মিশনে প্রথম রাউন্ডে ৬ নম্বর বাছাই ভেনাসের প্রতিপক্ষ ছিল বেলজিয়ামের ৬২ নম্বর খেলোয়াড় কারস্টেন ফ্লিপকেন্স। ২০০০ সালে সিডনি অলিম্পিকের এককে সোনা জেতা ভেনাস এদিন প্রথম সেট ৪-৬ ব্যাবধানে জিতেন। কিন্তু পরের দুই সেট ৬-৩ ও ৭-৫ (৭-৫) গেমে জিতে নেন কারস্টেন ফ্লিপকেন্স। ফলে প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয় ভেনাসকে। তাবে অলিম্পিকে সোনা জেতার আরেকটা সুযোগ থাকছে তাঁর সামনে। বোন সেরেনা উইলিয়ামের সঙ্গে ডাবলসে খেলা রয়েছে সেরেনার।
এদিকে ডাবলসে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। বর্তমানে মেয়েদের দ্বৈতে বিশ্বসেরা সানিয়ার অলিম্পিকে সঙ্গি ছিলেন প্রার্থনা থোমবারে। চীনের শুয়াং ঝেং ও শুয়াং পেংয়ের কাছে হেরে গেছে এই জুটি। রোহান বোবান্নার সঙ্গে মিশ্র দ্বৈতে এখন শুধু পদক জয়ের স্বপ্ন বেঁচে আছে সানিয়ার।
For add
For add
For add
For add
for Add