for Add
নিজস্ব প্রতিবেদক : ২১ জুলাই ২০১৬, বৃহস্পতিবার, ১৮:২২:১১
ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলতে গতকাল (বুধবার) সকালে ঢাকা ছেড়েছিলেন মুস্তাফিজুর রহমান। একই দিন বাংলাদেশ সময় রাত ১১টায় লন্ডন পৌঁছান বাংলাদেশের কাটার মাস্টার। দলে সঙ্গে যোগ দেওয়ার ২৪ ঘন্টা না পেরুতেই মাঠে নামার জন্য তৈরি হতে হচ্ছে মুস্তাফিজকে। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে আজ (বৃহস্পতিবার) রাতে এসেক্সের বিপক্ষে মাঠে নামবে সাসেক্স। আর এম্যাচের মধ্য দিয়েই সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে অভিষেক হবে মুস্তাফিজের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
সাসেক্স তাদের নিজস্ব টুইটারে জানিয়েছে, ‘এসেক্সের বিপক্ষে ম্যাচ দিয়ে সাসেক্স শার্কসের হয়ে অভিষেক হতে যাচ্ছে দ্য ফিজের।’ এদিকে দলের সঙ্গে যোগ দেওয়ার পরই মুস্তাফিজের হাতে জার্সি তুলে দিয়েছে সাসেক্স কর্তিপক্ষ। জাতীয় দল এবং আইপিএলের মত সাসেক্সেও ৯০ নম্বর জার্সি পরে খেলবেন মুস্তাফিজ। সাসেক্সের টি-টোয়েন্টি জার্সির রঙ্গ কালো এবং ওয়ানডে জার্সি হলুদ।
For add
For add
For add
For add
for Add