for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ জুলাই ২০১৬, শনিবার, ১৫:০২:০৪
ঘরে ফাইনাল হারের যন্ত্রনা এখনো ভুলেনি পর্তুগিজরা। ২০০৪ সালের ইউরোর ফাইনালে রোনালদোর দেশকে হারিয়ে রূপকথার জন্ম দিয়েছিল গ্রিস। দীর্ঘ ১ যুগ পর আবার ইউরোর ফাইনালে পর্তুগাল। এবার প্রতিপক্ষ ফ্রান্স, যারা এ টুর্নামেন্টের আয়োজক। সেমিফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে ফাইনালে ওঠা ফরাসিরা শিরোপার প্রধান দাবিদার। ফুটবলবোদ্ধাদের চোখে ফ্রান্সই ফেবারিট। সেটা মানছেন পর্তুগিজদের প্রধান ভরসা ক্রিস্টিয়ানো রোনালদোও। তবে তিনি এটাও বিশ্বাস করছেন শেষ পর্যন্ত ফাইনাল জিতবেন তারাই। গোলডটকমের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো বলেছেন‘জানি ইউরোর ফাইনালে ফেবারিট ফ্রান্স, কিন্তু জিতব আমরাই।’জাতীয় দলের হয়ে দারুণ এক অর্জনের হাতছানিতে রোমাঞ্চিত রোনালদো,‘আমি জাতীয় দলের হয়ে বড় কিছু জিততে চাই।’
রিয়াল মাদ্রিদ কিংবা তার আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। ফিফা ব্যালন ডি’অর জিতেছেন দুবার। ক্লাবের হয়ে সম্ভব্য প্রায় সব পুরস্কারই নিজের করে নিলেও জাতীয় দলের হয়ে এখনো সাফল্যশূন্য রোনালদো। এই শূন্যতার অবসান ঘটাতে চান ফ্রান্সের মাটিতেই, ‘আমি ক্লাব পর্যায়ে অনেক কিছুই জিতেছি। এবার পর্তুগালের হয়ে জিততে পারলে সেটা হবে দারুণ এক অর্জন।’
রোনালদো মনেপ্রাণেই বিশ্বাস করেন, ফ্রান্সের বিপক্ষে ইউরোর ফাইনালটা জিতবেন তাঁরাই, ‘আমি বিশ্বাস করি, এটা খুব সম্ভব। আমার দলের খেলোয়াড়েরা তো বটেই, এটা বিশ্বাস করে গোটা পর্তুগালই। আমাদের ভাবনাটা অবশ্যই ইতিবাচক, কারণ আমি আমি বিশ্বাস করি, রোববারের ফাইনালে পর্তুগাল প্রথমবারের মতো একটা বড় প্রতিযোগিতার শিরোপা জিততে যাচ্ছে।’
For add
For add
For add
For add
for Add