for Add
নিজস্ব প্রতিবেদক : ১৫ মে ২০১৬, রবিবার, ২০:৩৪:১৮
শেখ মারুফ হাসান
বাংলাদেশী শারীরিক আত্মরক্ষামূলক পদ্ধতি (বাশাআপ) অ্যাসোসিয়েশনের সভাপতি মনোনীত হয়েছেন ঢাকা মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান। গত ২৯ মে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ক্রীড়া সংগঠককে এ অ্যাসোসিয়শনের সভাপতি মনোনীত করলেও গতকাল (শনিবার) তিনি প্রথম মওলানা ভাসানি ষ্টোডিয়ামস্থ অ্যাসেসিয়েশন কার্যালয়ে যান। নতুন সভাপতিকে ফুল দিয়ে স্বাগত জানান বাশাআপ এর উপদেষ্টা মেজর (অব.) সাহাবুদ্দিন চাকলাদার। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খালেদ মনসুর। নতুন সভাপতি সদস্যদের সঙ্গে পরিচিত হন ও বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।
নতুন সভাপতিকে অভিনন্দন জানাচ্ছেন মেজর (অব.) চাকলাদার। পাশে সাধারণ সম্পাদক খালেদ মনসুর
বাশাআপ একটি মার্শাল আর্ট। বর্তমানে কারাতে পদ্ধতি চার ভাগে বিভক্ত। সবই জাপানি পদ্ধতি-ছতুকান, সিতুরিউ, ওয়াদুরিউ ও গুজরিও । ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন এবং ওয়ার্ল্ড গুজরিও কারাতে ফেডারেশন মধ্যে বাশআপ ওয়ার্ল্ড গুজরিও কারাতে ফেডারেশনের সাথে যুক্ত। বাশআপ পদ্ধতিটা মূলত আত্মরক্ষামূলক। বাংলাদেশের অনেক প্রতিযোগী বিভিন্ন আর্ন্তজাতিক প্রতিযোগিতাতে সাফল্য অর্জন করেছেন। আর্ন্তজাতিক জাজ ও রেফারিও আছেন বাংলাদেশের। ভবিষ্যতে বাশাআপ আন্তর্জাতিক পর্যায় থেকে আরো সফলতা নিয়ে আসবে-এমন আশাবাদ ব্যক্ত করেছেন নতুন সভাপতি শেখ মারুফ হাসান। শেখ মারুফ হাসান এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ছিলেন।
For add
For add
For add
For add
for Add