for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ এপ্রিল ২০১৬, শুক্রবার, ২২:৪৩:০৩
ব্র্যাক চিকেন ২য় জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শেষ হচ্ছে আগামীকাল (শনিবার)। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার সমাপনী। বেলা ১২টায় শুরু হবে অনুষ্ঠান।
এর আগে আজ (শুক্রবার) প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ছুটির দিনে সার্ফিং দেখতে সমুদ্র সৈকতে হাজারো দর্শনার্থী ভিড় জমায়। বিভিন্ন ইভেন্টে পারফর্ম করেন সার্ফাররা। ঢেউয়ের সাথে সার্ফারদের নৈপুণ্য সৈকতে উপস্থিত দর্শকদের বিনোদিত করে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট। জুনিয়র বিভাগে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং সিনিয়র পুরুষ বিভাগে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে আজ। এছাড়া মহিলা বিভাগের প্রথম রাউন্ড ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
সেমিফাইনালের পর্ব পেরিয়ে জুনিয়র বিভাগ থেকে ফাইনালে উঠেছেন ছয় সার্ফার। আগামীকাল শিরোপা জেতার লড়াইয়ে নামবেন তারা। ফাইনালে উন্নীত হওয়া সার্ফাররা হলেন: সাগর, বাপ্পি, সেলিম, নুর হোসেন, ইউনুস ও মান্নান।
সিনিয়র পুরুষ বিভাগে সেমিফাইনালে উন্নীত হয়েছেন ১২জন সার্ফার। তারা হলেন: জুনায়েদ, ফাহাদ, আলমগীর, কামাল, জহির, রুহুল আমিন, শুক্কুর, চিরু, রাশেদ, নাসির, রমজান ও ফারুক।
মহিলা বিভাগে ফাইনালে উন্নীত হওয়া ৬ সার্ফার হলেন: রিফা আক্তার, শবে মেহরাজ, সুমি আক্তার, আয়েশা আক্তার, সোমা আক্তার ও নাসিমা আক্তার। উল্লেখ্য, ফাইনালে উন্নীত হওয়া নাসিমা বাংলাদেশের প্রথম মহিলা সার্ফার।
For add
For add
For add
For add
for Add