for Add
নিজস্ব প্রতিবেদক : ২১ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার, ২১:৩৮:০৫
ব্র্যাক চিকেন দ্বিতীয় জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু হয়েছে আজ (বৃহস্পতিবার)। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবণী পয়েন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তিনদিনব্যাপী এই প্রতিযোগিতা উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খোরশেদ আরা হক, হাজী মোহাম্মদ ইলিয়াস প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্র্যাক ডেইরি এন্ড ফুড এন্টারপ্রাইজের পরিচালক তৌফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের সভাপতি কাজী ফিরোজ রশীদ ।
প্রতিযোগিতায় প্রাথমিকভাবে ১৫০ জন নিবন্ধন করলেও যাচাই-বাছাই শেষে সিনিয়র, জুনিয়র ও মহিলা ইভেন্টে ৯০ জন সার্ফার অংশ নিচ্ছে। যার মধ্যে ৮০ জন ছেলে ও ১০ জন মেয়ে। আজ প্রতিযোগিতার প্রথম দিনে বিভিন্ন ইভেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘সার্ফিং এটি পরিবেশবান্ধব ক্রীড়া। পর্যটকদের চিত্ত বিনোদনের কাজও করে এটি। আমার মতে, এটি জীবন রক্ষাকারী খেলা, শারীরিক চর্চাও। আমি বলব, সার্ফাররা সাগরযোদ্ধা। আশা করি, আগামীতে সার্ফিং সারাবিশ্বে বাংলাদেশকে তুলে ধরবে। ’
বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের সভাপতি কাজী ফিরোজ রশীদ বলেন, ‘কক্সবাজার সার্ফিংয়ের হেড কোয়ার্টার হওয়া উচিত। সার্ফিংকে জনপ্রিয় করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। সার্ফাররাই ভবিষ্যতে বাংলাদেশকে গোটা বিশ্বে পরিচিত করবে। ‘
প্রতিযোগিতায় কো-স্পন্সর নভো এয়ারের পক্ষ থেকে সার্ফারদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়। প্রতিযোগিতার তিন ইভেন্টের বিজয়ীকে নভো এয়ারের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যন্তরের রুটে একটি করে টিকিট দেওয়ার ঘোষণা দেন নভো এয়ারের মার্কেটিং ম্যনেজার একে এম মাহফুজুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সার্ফিং দ্য নেশনস-এর প্রতিষ্ঠাতা টম বাওয়ার, টাইটেল স্পন্সর ব্র্যাক চিকেন, কো স্পন্সর নভো এয়ার লিমিটেড, পৃষ্ঠপোষক বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ওশ্যান প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন, নিসর্গ রিসোর্ট, এ্যাকোয়াফিনা ও সেন্ট মার্টিন পরিবহনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
For add
For add
For add
For add
for Add