for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ এপ্রিল ২০১৬, মঙ্গলবার, ২০:১৮:৩৩
রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে আগামীকাল (বুধবার) শুরু হচ্ছে স্বাধীনতা দিবস রানার উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা। এ উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) জাতীয় টেনিস কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রানার গ্রুপের পরিচালক আনোয়ারুল আজিম, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর খুরসিদ আনোয়ারসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রতিযোগিতার বাজেট ৬ লাখ টাকা। প্রতিযোগিতায় পুরুষ একক, মহিলা একক ও পুরুষ দ্বৈত ইভেন্টে মোট ১ লাখ ৪৭ হাজার নগদ প্রাইজমানি প্রদান করা হবে। এছাড়াও প্রতিযেগিতায় বালক একক ১৪ বছর, বালিকা একক ১৪ বছর, বালক/বালিকা অনুর্ধ ১২ বছর, বালক/বালিকা অনুর্ধ ১০ বছর ও বালক/বালিকা অনুর্ধ ৮ বছরসহ সিনিয়র ৫০+ ও সিনিয়র ৫৫+ ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে। প্রতিযোগিতায় ফেডারেশনের এ্যাফিলিয়েটেড ক্লাব/সংস্থাসমূহ থেকে ২৫০ প্রতিযোগী অংশগ্রহণ করছে। এবার শুধুমাত্র বালক/বালিকা একক ৮ বছর ক্যাটাগরি থেকেই ১২৩ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয় বাংলাদেশ টেনিস ফেডারেশনের লক্ষ্য-২০১৯ সালের মধ্যে ডেভিস কাপে অংশগ্রহণের লক্ষ্যে একটি শক্তিশালী দল দাঁড় করানো।
For add
For add
For add
For add
for Add