for Add
: ১ এপ্রিল ২০১৫, বুধবার, ১০:২৭:৩১
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপে লজ্জার হারের মধুর প্রতিশোধ নিতে চেয়েছিল; কিন্তু পারল না স্পেন। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আমস্টারডামে স্বাগতিক নেদারল্যান্ডসের কাছে ২-০ গোলে হারতে হল ভিসেন্তে দেল বস্কের শিষ্যদের।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপের গ্র“প পর্বে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে হারের লজ্জা পেতে হয়েছিল সাবেক বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নদের। গত বছরের সেই তিক্ত স্মৃতিজড়ানো ম্যাচের প্রথম ১৬ মিনিটের মধ্যেই আবার তাদের কাছে ফিরিয়ে দিল ডাচরা।
আমস্টারডাম অ্যারেনায় ম্যাচের ১৩ মিনিটে ওয়েসলি স্নাইডারের ক্রস থেকে স্টেফান ডি ভ্রিজের হেডে এগিয়ে যায় ডাচরা। তিন মিনিট পরেই ব্যবধান বাড়ান ডেভি ক্লাসেন। ৫৪ মিনিটে ব্র“নো মার্টিন্স ইন্ডি হেডে সহজ গোলের সুযোগ না হারালে আরও বড় ব্যবধানে জিততে পারতো গাস হিডিংকের দল।
২০০৮ সালে স্পেনের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম একই দলের কাছে টানা দু’বার হারলেন ম্যাচে কিছুটা পরীক্ষামূলক দল নামানো দেল বস্ক। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘মনে হচ্ছিল, আমাদের পক্ষে গোল করা অসম্ভব হয়ে পড়েছে। প্রথম ২০ মিনিটই আমাদের পেছনে ফেলে দিয়েছে ওরা। পরে আমরা খেলার নিয়ন্ত্রণ নিই। গোলেরও সুযোগ তৈরি হয়। কিন্তু গোলটাই করতে পারিনি আমরা।’
For add
For add
For add
For add
for Add