for Add

এখনো সেই ভয়াবহ স্মৃতি মারিয়া মান্ডাদের তাড়িয়ে বেড়ায়

দীর্ঘ প্রায় ৭ বছর আগের ভয়াবহ ভুমিকম্পের স্মৃতি এখনো মারিয়া মান্ডাদের তাড়িয়ে বেড়ায়। ২০১৫ সালের ২৫ এপ্রিল ভয়াবহ এক ভুমিকম্পের শিকার হয়েছিল হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশটি। ৭.৮ মাত্রার ওই ভুমিকম্পে নেপালের প্রায় ৮ হাজারেরও বেশি লোক মারা গিয়েছিল।

ওই সময় নেপালে ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে এসেছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল দল। চোখের সামনে ঘটে যাওয়া ভয়াবহ সেই দৃশ্য দেখে আতকে উঠে ৩০ সদস্যের দলটি। ওই সময় টিম হেটেলেই ছিল বাংলাদেশ দলের খেলোয়াড়রা। সন্ধ্যায় আঘাত হানা ওই ভুমিকম্পের কম্পনে দিগবিদিক ছুটতে থাকে তারা। হোটেল ছেড়ে দৌঁড়ে বের হয়ে আসেন তারা।

ইতোমধ্যে অবশ্য কেটে গেছে প্রায় সাতটি বছর। তবে ভয়াবহ ওই স্মৃতি এখনো ভুলতে পারননি এখন জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠা মারিয়া মান্ডা।

বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর আর্মড পুলিশ মাঠে অনুশীলন শেষে সেই ভয়বহ ওই ঘটনার কথা জানতে চাইলে স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘সেই দিনটি আমার জীবনের আতঙ্কিত এক দিন ছিল। ওই দিন আমরা আতঙ্কিত হয়ে হোটেল ছেড়ে বেরিয়ে এসেছিলাম। মনে হচ্ছিল এখনই মৃত্যুপুরিতে পরিণত হবে গোটা দেশ। চারিদিকে কেবল হাহাকার ও আত্মচিৎকারে কান ভারী হয়ে আসছিল। বিপদগ্রস্থ মানুষদের বাঁচাতে প্রাণপণ লড়াই করতে দেখেছি সরকারী লোকজনদের। নেপালে এলে সেই দিনটি এখনো চোখে ভেসে উঠে।’

কর্তৃপক্ষের সহায়তায় ফাইনাল না খেলেই নেপাল ছেড়ে দেশে ফিরেছিল বয়সভিত্তিক বাংলাদেশের ওই নারী দলটি। পরে অবশ্য আরও চারবার নেপালে এসেছেন মারিয়া। প্রথমবার এসেছিলেন টুর্নামেন্টের ফাইনাল খেলতে। সাউথ এশিয়ান গেমসে অংশ নিতেও নেপাল আসেন মারিয়া। তাই সেই ভীতি কেটে গেছে অনেকটাই। তবে ভংয়ঙ্কর সেই স্মৃতি কখনো ভুলতে পারবেনা বলে জানান জাতীয় দলের এই মিডফিল্ডার। মারিয়া বলেন,‘মাঝে সাঝে ওই দিনটির কথা মনে হলে ভয়ে শিউরে উঠি। তবে ভয় অনেকটাই কেটে গেছে। কারণ এরপর আরও চারবার এখানে (নেপালে) এসেছি।’

সব সংবাদ

সাফল্য ধরে রাখার লক্ষ্যে পাকিস্তান-বাংলাদেশ কাল মুখোমুখি কাল থেকে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা দিবসে স্কুল টুর্নামেন্ট বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসছে তুরস্ক শিরোপার হ্যাটট্রিক সোয়াদের, নতুন চ্যাম্পিয়ন নাছিমা বাহরাইনকে গোলের বন্যায় ভাসালো বাংলাদেশ টেস্টের নেতৃত্ব ছাড়লেন শান্ত ট্রায়ালে আসা প্রবাসী তরুণদের মধ্যে প্রতিভাবান কতজনকে পেল বাফুফে! চেকমেট নারায়ণগঞ্জ স্কুল দাবা টুর্নামেন্টে এন্ট্রি আহবান যুক্তরাষ্ট্রের মাটিতে কি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারবে ইরান? মঙ্গলবার রাতে মিয়ানমার যাচ্ছে নারী ফুটবল দল টিএফপি ইন্ট্রা ডেপ্ট ক্রিকেটে ১১তম ব্যাচ চ্যাম্পিয়ন হামজাদের ম্যাচের টিকিট বিক্রি শেষ, বাফুফেতেই ক্ষোভ নারায়ণগঞ্জে স্কুল দাবায় সাজিদ-সাফায়েত চ্যাম্পিয়ন আবারও ডাক মারলেন সাকিব কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল ২৬মে শুরু আই ই টি স্কুল দাবা শুরু শনিবার থেকে শুরু টিকিট বিক্রি, পাওয়া যাবে যেভাবে বাংলাদেশকে সিরিজ হারের লজ্জা দিলো আরব আমিরাত শতবর্ষ উদযাপন উপলক্ষে আইইটি স্কুলে ২৩ মে দাবা টুর্নামেন্ট মিরাজকে পিএসএল খেলার অনুমতি দিলো বিসিবি সাদাকালোদের রঙিন বিকেল, কুমিল্লায় শেষবাঁশি বাজতেই উল্লাস মতিঝিলে কোয়ার্টার ফাইনালের লক্ষ্য নিয়ে বিশ্বকাপে যাচ্ছে আরচারি দল আওয়ামী আমলে বঞ্চিত ক্রীড়া সংগঠকদের নিয়ে নতুন অ্যাসোসিয়েশন মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ টাইব্রেকারে শিরোপা জিতলো বসুন্ধরা কিংস রনজিত দাস-এর আত্মজীবনী গ্রন্থ ‘ক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলো’র প্রকাশনা উৎসব ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ সেই কিংস মোহামেডানের কাছে আবারো হারলো বসুন্ধরা বর্ষসেরা ক্রীড়াবিদ মেহেদী হাসান মিরাজ পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ বসুন্ধরাকে হারিয়ে ফাইনালে আবাহনী বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২৪ অনিশ্চয়তায় একঝাঁক আর্চার ব্রোঞ্জের পর রৌপ্য জিতলেন সামিউল ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করে দ্রুততম মানব-মানবী ইসমাইল-শিরিন নীড়-ওয়াদিফার প্রশংসায় ক্রীড়া উপদেষ্টা ডেভেলপমেন্ট হকিতে বিকেএসপি চ্যাম্পিয়ন শিলংয়ে পৌঁছে বিশ্রামে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা মোহামেডানের বিশেষ দায়িত্বে লোকমান হোসেন ভূঁইয়া রিয়াজুলকে সভাপতি ও গিয়াসকে সম্পাদক করে বরিশাল স্পোর্টিং ক্লাব গঠিত নারায়ণগঞ্জে নয়ানগর ইউনাইটেড চ্যাম্পিয়ন ঘটনাবহুল বছরে ব্যক্তিগত সাফল্য থাকলেও দলগত পারফরম্যান্স হতাশাজনক বাফুফেতে ফিরছেন সেই ছোটন কল্যান্দীতে সালমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু আইপিএলের দশ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড : নেই কোন বাংলাদেশী ক্রিকেটার জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ৩০ নভেম্বর আইপিএলের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি পান্ত লাল-সবুজ জার্সিতে অনিশ্চিত হামজা

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add