for Add

বাংলাদেশ প্রিমিয়ার লিগের লোগো ও ট্রফি উন্মোচণ

‘লেটস শাউট ফর ফুটবল’

BPL-Logo-2016

খেলা শুরুর ঠিক এক সপ্তাহ আগে একটা ধাক্কা লেগেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরে। গতকাল (রবিবার) রাতে যখন প্রফেশনাল লিগ কমিটি ক্লাবগুলোর দাবির কাছে মাথানত করে ৭ ভেন্যুর ৩টি ছেঁটে ফেলে তখন মুখ ভার হয়েছিল পৃষ্ঠপোষক সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেডের কর্মকর্তাদের। প্রতিষ্ঠানের কর্ণধার তরফদার মো. রুহুল আমিন নাকি মুখে উচ্চারণও করেছিল ‘পৃষ্ঠপোষকতাই করবো না।’২৪ ঘন্টা পার না হতেই ভেন্যুর কমে যাওয়ার সেই ধাক্কা উধাও। উল্টো আজ (সোমবার) সন্ধ্যায় নতুন করে হাওয়া লেগেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পালে। হোটেল সোনার গাঁয়ের গ্র্যান্ড বলরুমে লিগের লোগো ও ট্রফি উন্মোচণ অনুষ্ঠান মন ছুঁয়ে গেছে সবার। বাফুফে ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান যে দেশের সবচেয়ে মর্যাদার এ লিগটাকে নতুন করে দেশবাসীর সামনে উপস্থাপন করতে চায় তার একটা মহান প্রচেষ্টারই প্রতিফলন ছিল অনুষ্ঠানটি।

logo-opening.jpg-5

দেশের খ্যাতনামা মডেল ও অভিনেতা নীরব ও তার দলবল যখন নেচে-নেচে গাইলেন ‘লেটস শাউট ফর ফুটবল’তখন উপস্থিত অনেকের মুখেও উচ্চারিত হলো তা। দেশের ফুটবলে এমন সাজানো ও মনমাতানো অনুষ্ঠান আগে কে দেখেছেন? অনুষ্ঠানের পর সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফতার মো. রুহুল আমিন শোনালেন আশার কথা ‘আমরা প্রিমিয়ার লিগের মাধ্যমে দেশের ফুটবলকে নতুন করে মানুষের সামনে তুলে ধরতে চাই। ২০ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে আরও আকর্ষণীয় কিছু থাকবে।’

Captain-of-12-clubs
বিপিএল-এর ট্রফি উপস্থাপন করা হয়েছে ১২ টি দলের অধিনায়কদের দিয়ে। স্যুট পড়া অধিনায়করা র‌্যাম্পে হেঁটেছেন মডেলদের সঙ্গে। এর আগে ১২টি দলের পতাকা ও জার্সি পড়ে দর্শকদের কাছে উপস্থিত হন মডেলরা; পরিচিত করেছেন ক্লাবগুলোকে। সুরের মূর্ছনায় লেজারের নয়নাভিরাম বর্ণিল রংয়ে একের পর এক সৃষ্টি হয়েছে ভিন্ন ভিন্ন আবহ। যার মূল প্রতিপাদ্য ছিল ফুটবল। এলইডি স্ক্রিন বা পোস্টার যাই নজরে আসুক না কেনও তা ছিল ফুটবলকে ঘিরেই।

logo-opening
অনুষ্ঠানে আগত অতিথির সবারই কণ্ঠে ফুটে উঠেছিল ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয়। অনুষ্ঠানে ফুটবলকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে ফেডারেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, ‘বাফুফে ফুটবলকে আবার সেই আগের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে তাতে তাদের শুভেচ্ছা জানাই। ফুটবল বাঙালির প্রাণের খেলা তা অনেক পেছনে পড়ে গেছে। ফুটবলের যে জনপ্রিয়তা ছিল,আমরা ফুটবলকে সেই আগের অবস্থানে নিয়ে যাবো। বিশেষ করে ফুটবলকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে ব্যবস্থা নেওয়া হবে।’

logo-opening.jpg2
ফুটবলের নতুন এই উদ্যোগে রোমাঞ্চিত বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। ফুটবল উন্নয়নে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন,‘আমাদের কাজ হলো ফুটবল আয়োজন করা। এজন্য আমরা অনেক সহায়তা পাচ্ছি স্পন্সরদের কাছ থেকে। আমার মনে হয় না আমরা ফুটবলে এমন উৎসব দেখেছি। আমরা যদি একসঙ্গে কাজ করি ফুটবল কেনও আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারবে না? আমি যদি খেলতে পারি বিদেশে, আমার ফুটবলাররা কেনও পারবে না? কাবগুলোকে আমি একটি কথা বলি- আপনাদের সমর্থন প্রয়োজন। ফুটবলে কাজ করা অনেক কঠিন। ফুটবলের উন্নয়নের জন্য সবার সাহায্য প্রয়োজন।’

logo-opening.jpg-3

সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেডের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন সবার সহযোগিতা চেয়েছেন,‘ফুটবলের সোনালী দিন ফিরিয়ে আনতেই উদ্যোগ নিয়েছি। পেশাদার লিগ বিগত কয় বছর ধরেই হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যৌথভাবে সারা দেশে ছড়িয়ে দিতে ভিন্ন আঙ্গিকে এই প্রিমিয়ার লিগ আয়োজন করতে যাচ্ছি আমরা। ক্লাবের ডেভেলপম্যান্ট যদি আমরা না করতে পারি। তাহলে বাংলাদেশের জাতীয় দল উপকৃত হবে না। আগামী বছর কাজ করবো কাবগুলোকে নিয়ে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়েই খেলাগুলো হবে। খুব শীঘ্রই বাংলাদেশকে নিয়ে এশিয়া এবং বিশ্বের দরবারে হাজির হতে পারবো বলে আশা করি।’এছাড়াও বক্তব্য রাখেন জজ ভূঁইয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা একরামুল হক।

logo-opening.jpg-4

সব সংবাদ

সাফল্য ধরে রাখার লক্ষ্যে পাকিস্তান-বাংলাদেশ কাল মুখোমুখি কাল থেকে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা দিবসে স্কুল টুর্নামেন্ট বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসছে তুরস্ক শিরোপার হ্যাটট্রিক সোয়াদের, নতুন চ্যাম্পিয়ন নাছিমা বাহরাইনকে গোলের বন্যায় ভাসালো বাংলাদেশ টেস্টের নেতৃত্ব ছাড়লেন শান্ত ট্রায়ালে আসা প্রবাসী তরুণদের মধ্যে প্রতিভাবান কতজনকে পেল বাফুফে! চেকমেট নারায়ণগঞ্জ স্কুল দাবা টুর্নামেন্টে এন্ট্রি আহবান যুক্তরাষ্ট্রের মাটিতে কি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারবে ইরান? মঙ্গলবার রাতে মিয়ানমার যাচ্ছে নারী ফুটবল দল টিএফপি ইন্ট্রা ডেপ্ট ক্রিকেটে ১১তম ব্যাচ চ্যাম্পিয়ন হামজাদের ম্যাচের টিকিট বিক্রি শেষ, বাফুফেতেই ক্ষোভ নারায়ণগঞ্জে স্কুল দাবায় সাজিদ-সাফায়েত চ্যাম্পিয়ন আবারও ডাক মারলেন সাকিব কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল ২৬মে শুরু আই ই টি স্কুল দাবা শুরু শনিবার থেকে শুরু টিকিট বিক্রি, পাওয়া যাবে যেভাবে বাংলাদেশকে সিরিজ হারের লজ্জা দিলো আরব আমিরাত শতবর্ষ উদযাপন উপলক্ষে আইইটি স্কুলে ২৩ মে দাবা টুর্নামেন্ট মিরাজকে পিএসএল খেলার অনুমতি দিলো বিসিবি সাদাকালোদের রঙিন বিকেল, কুমিল্লায় শেষবাঁশি বাজতেই উল্লাস মতিঝিলে কোয়ার্টার ফাইনালের লক্ষ্য নিয়ে বিশ্বকাপে যাচ্ছে আরচারি দল আওয়ামী আমলে বঞ্চিত ক্রীড়া সংগঠকদের নিয়ে নতুন অ্যাসোসিয়েশন মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ টাইব্রেকারে শিরোপা জিতলো বসুন্ধরা কিংস রনজিত দাস-এর আত্মজীবনী গ্রন্থ ‘ক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলো’র প্রকাশনা উৎসব ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ সেই কিংস মোহামেডানের কাছে আবারো হারলো বসুন্ধরা বর্ষসেরা ক্রীড়াবিদ মেহেদী হাসান মিরাজ পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ বসুন্ধরাকে হারিয়ে ফাইনালে আবাহনী বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২৪ অনিশ্চয়তায় একঝাঁক আর্চার ব্রোঞ্জের পর রৌপ্য জিতলেন সামিউল ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করে দ্রুততম মানব-মানবী ইসমাইল-শিরিন নীড়-ওয়াদিফার প্রশংসায় ক্রীড়া উপদেষ্টা ডেভেলপমেন্ট হকিতে বিকেএসপি চ্যাম্পিয়ন শিলংয়ে পৌঁছে বিশ্রামে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা মোহামেডানের বিশেষ দায়িত্বে লোকমান হোসেন ভূঁইয়া রিয়াজুলকে সভাপতি ও গিয়াসকে সম্পাদক করে বরিশাল স্পোর্টিং ক্লাব গঠিত নারায়ণগঞ্জে নয়ানগর ইউনাইটেড চ্যাম্পিয়ন ঘটনাবহুল বছরে ব্যক্তিগত সাফল্য থাকলেও দলগত পারফরম্যান্স হতাশাজনক বাফুফেতে ফিরছেন সেই ছোটন কল্যান্দীতে সালমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু আইপিএলের দশ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড : নেই কোন বাংলাদেশী ক্রিকেটার জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ৩০ নভেম্বর আইপিএলের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি পান্ত লাল-সবুজ জার্সিতে অনিশ্চিত হামজা

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add