for Add
নিজস্ব প্রতিবেদক : ১২ জুন ২০১৬, রবিবার, ২১:৫৫:৫৭
সবার আগে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আরামবাগ ক্রীড়া সংঘ। আজ (রবিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রাতের ম্যাচে আরামবাগ ১-১ গোলে ড্র করেছে সকার ক্লাবের বিপক্ষে। আগের ম্যাচে আবাহনীকে ১-০ গোলে হারিয়েছিল আরমবাগ। দুই ম্যাচে তাদের পয়েন্ট চার। ফেনী সকারের পয়েন্ট ১ ও আবাহনীর শূন্য।
৯০ মিনিটে আরামবাগের নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার আকন ফ্রি-কিকে গোল করেন। পরের মিনিটে আরামবাগের ডিফেন্ডার ভাসানী ফেনীর শাহরান হাওলাদারকে বক্সের মাঝে ফেলে দিলে পেনাল্টি পায় ফেনী। তাতে গোল করতে ভুল করেননি ফরোয়ার্ড আকবর হোসেন রিদন।
For add
For add
For add
For add
for Add