for Add
: ৭ এপ্রিল ২০১৫, মঙ্গলবার, ১৩:৩২:১৬
নিজস্ব প্রতিবেদক : আবারও আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হলেন রাজীব শুক্লা৷ ২০১৩ সালের স্পট ফিক্সিংকাণ্ডের পর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিসিসআইয়ের এই কর্মকর্তা৷ এছাড়া আইপিএল গভর্নিং কাউন্সিলে জায়গা করে নিলেন সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও৷
পরবর্তী চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে৷ সৌরভ গাঙ্গুলি থেকে রঞ্জিত বিশওয়াল, ঘুরে-ফিরে আসছিল বহু নামই৷ শেষ পর্যন্ত টুর্নামেন্টের উদ্বোধনের ঠিক আগের দিনই চেয়ারম্যান হিসেবে ঘোষিত হল রাজীব শুক্লার নাম৷ গভর্নিং কাউন্সিলে রয়ে গেলেন ভারতীয় দলের টিম ডিরেক্টর রবি শাস্ত্রীও৷ টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন অনিল কুম্বলে৷ ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷
স্পট ফিক্সিংকাণ্ডের স্মৃতি এখনও দুঃস্বপ্নের মত তাড়া করে বেড়াচ্ছে আইপিএলকে৷ সঙ্গে শ্রীনিবাসনের কালোছায়া থেকেও সরে আসার একটা তাড়না কাজ করে চলছে বিসিসআইয়ের নতুন সভাপতি জগমোহন ডালমিয়াকে। তারই উদ্বোধনটা করে দিলেন তিনি যেন। আইপিএল কমিটিতে পুরো শ্রীনিবাসন বিরোধীদের জয় জয়কার।
মঙ্গলবার থেকে শুরু হতে চলা বিলিয়ন ডলারের গ্ল্যামার লিগকে সুষ্ঠ ও পরিচ্ছন্নভাবে সম্পন্ন করাটাই বড় চ্যালেঞ্জ, সেটা ভালোই জানেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা৷
For add
For add
For add
For add
for Add