for Add
: ১৪ জানুয়ারি ২০১৫, বুধবার, ১৩:২৩:৩৪
নিজস্ব প্রতিবেদক: ২০১০ এশিয়ান গেমসে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ন জিতেছিলেন জাপানি সাঁতারু নায়োয়া টোমিটো। এমনকি ওয়াল্ড শট কোর্স চ্যাম্পিয়শিপেও ২০০ মিটারে চ্যাম্পিয়ন জাপানি এই সাঁতারু। অথচ তাকেই কি না শেষ পর্যন্ত এক সাংবাদিকের ক্যামেরা চুরির অপরাধে দাঁড়াতে হলো দক্ষিণ কোরিয়ার আদালতের কাঠগড়ায়।
ঘটনাটা ঘটেছিল গত সেপ্টেম্বরে ইনচিয়ন এশিয়ান গেমস চলাকালীন সময়ে। একজন সাংবাদিকের ক্যামেরা চুরি হওয়ার পর ব্যাপক তদন্ত শুরু করা হয়। এরপর সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পরীক্ষা-নীরিক্ষা শেষে দক্ষিণ কোরিয়ান পুলিশ জানিয়েছে, ওই ক্যামেরা চুরির সময় যাকে দেখা গেছে তিনি জাপানি সাঁতারু নায়োয়া টোমিটো।
এরপরই অবশ্য জাপান সাঁতার ফেডারেশন এশিয়ান গেমস থেকে তাকে প্রত্যাহার করে নেয় এবং একই সঙ্গে ১৮ মাসের নিষেধাজ্ঞাসহ আর্থিক জরিমানা করে।
তবে, দক্ষিণ কোরিয়ার আদালতে দাঁড়িয়ে কিন্তু টোমিটো নিজের অপরাধ অস্বীকার করেন। তিনি এবং তার আইনজীবি বলছেন, এই ঘটনা জাপানের সম্মান ক্ষুন্ন করার জন্য কেউ ইচ্ছাকৃতভাবে করেছে এবং চুরিকৃত ক্যামেরাটি আমার ব্যাগে রেখে গেছে।’
For add
For add
For add
For add
for Add