for Add
: ১৬ জুন ২০১৫, মঙ্গলবার, ১৩:৫২:১২
নিজস্ব প্রতিবেদক: প্যারাগুয়ের সাথে ২-০ গোলে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না আর্জেন্টিনা। ২-২ গোলে হতাশাজনক ড্র করেই তবে মাঠ ছাড়তে হয়েছে তাদের। প্রধমার্ধে অসাধারন ফুটবল খেলার পর দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার যেন অন্য চেহারাই দেখা গেলো। রাগে মেসি যেটাকে বলেছেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা আসলে ঘুমোচ্ছিলাম’। যে কারণে দুই গোল শোধ করতে পেরেছিল প্যারাগুয়ে।
প্রথমার্ধে আর্জেন্টিনা যে দুই গোল দিয়েছে তার একটি দিয়েছেন অ্যাগুয়েরো, অন্যটি মেসি নিজে। তবে অ্যাগুয়েরোর গোলেও পুরোপুরি অবদান ছিল মেসির। কিন্তু দ্বিতীয়ার্ধের হতাশাজনক পারফরম্যান্সের কারণে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠের বাইরে চলে যান মেসি। রাগ করে কারও সঙ্গে কথাই বলেননি তিনি।
তবে প্রথমার্ধের অসাধারণ পারফরম্যান্সের কারণে মেসিকেই নির্বাচিত করা হয় ম্যাচ সেরা হিসেবে। খেলা শেষে মাস্টারকার্ড-এর এক কর্মকর্তা অপেক্ষা করছিলেন মেসির হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। কিন্তু মেসি নেই। শেষ পর্যন্ত মাস্টারকার্ডের এক প্রতিনিধি অগত্যা আর্জেন্টিনার ড্রেসিংরুমে চলে যান এবং মেসিকে অনুরোধ করেন পুরস্কার নেওয়ার জন্য। কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক এতটাই ক্ষুব্ধ ছিলেন যে, পুরস্কার প্রত্যাখ্যান করেন তিনি। মাস্টার কার্ডের ওই প্রতিনিধি নিরুপায় হয়ে আর্জেন্টিনা দলের যে কোন সদস্যকে পুরস্কারটি নিয়ে আসতে বলেন। কিন্তু মেসি ক্ষু্ব্ধ থাকায় তাদের কেউ সাহস করেনি পুরস্কার আনতে।
শেষ পর্যন্ত, উপায়ান্তর না দেখে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয় প্যারাগুয়ের দুই গোলদাতার একজন নেলসন ভালদেজের হাতে। আর্জেন্টিনার জালে প্রথম গোলটি তিনিই করেছিলেন। পরের গোল করে করেছিলেন লুকাস ব্যারিয়স। তবে ম্যাচ সেরা না হয়েও পুরস্কারটি ভাগিয়ে নিলেন ভালদেজ।
For add
For add
For add
For add
for Add