for Add
স্পোর্টস ডেস্ক : ১ জানুয়ারি ২০২৪, সোমবার, ২৩:৪২:০৬
নিউজিল্যান্ডের মাটিতে হলো দু দুটি ইতিহাস। ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে ঠিক। কিন্তু তৃতীয় ও শেষ ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো তুলে নেয় ওয়ানডে ফরম্যাটে জয়।
সেটি এক ইতিহাস ছিল। পরে আরেকটি ইতিহাস গড়ে নাজমুল হোসেন শান্তর দল। নেপিয়ারে ওয়ানডে জয়ের পর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ঐতিহাসিক জয় তুলে নেয় টাইগাররা।
সুযোগ ছিল নতুন আরেক ইতিহাস গড়ার। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর তৃতীয় ম্যাচে লড়াই করেও হেরে যায় শান্তর দল। তবে টি-টোয়েন্টি সিরিজে সমতা নিয়েই শেষ করেছে তারা।
সবমিলিয়ে দারুণ সফল নিউজিল্যান্ড সফর। বিরূপ কন্ডিশনে এর আগে কখনই এত বড় সাফল্য পায়নি বাংলাদেশ। দু দুটি ইতিহাস গড়া দল দেশে ফিরছে আজ (সোমবার) রাতে।
রাত ১০টা ৪০ মিনিটে রাজধানীতে পা রাখার কথা টিম বাংলাদেশের। তবে দলের সঙ্গে আসছেন না বিদেশি কোচরা। তারা নিজ নিজ দেশে ছুটিতে চলে গেছেন। জাগোনিউজ২৪.কম
For add
For add
For add
For add
for Add