for Add
নিজস্ব প্রতিবেদক : ১৬ মে ২০২৩, মঙ্গলবার, ৬:২০:৩০
আগামী ২২ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনের জন্য সাধারণ সম্পাদক পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার ছিল নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের দিন। দুটি গ্রুপ থেকেই প্যানেল করে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সাধারণ সম্পাদক ও গুলশান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর যোবায়েদুর রহমান রানা, সাবেক সাধারণ সম্পাদক ফেনির কাউন্সিলর আমির হোসেন বাহার ও বরগুনার কাউন্সিলর আলমগীর হোসেন।
এই তিনজন আবার সহসভাপতি পদেও মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমির হোসেন বাহার ও আলমগীর হোসেনকে সমর্থন দিচ্ছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ। যোবায়েদুর রহমান রানার সমর্থন বেশি ক্লাবের। রানার প্যানেলে আছেন সাবেক দুই তারকা খেলোয়াড় কামরুন নাহার ডানা ও মরিয়ম তারেক। কামরুন নাহার ডানা সহ-সভাপতি পদে এবং মরিয়ম তারেক যুগ্ম সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ডানা-রানা প্যানেল থেকে সহ-সভাপতি পদে মনোনয়রপত্র জমা দেওয়া পাঁজজন হচ্ছেন- ঢাকা জেলার কামরুন নাহার ডানা, নারায়ণগঞ্জের জাহাঙ্গীর হোসেন মোল্লা, ঢাকা গ্লাডিয়েটর্সের শিহাব হোসেন চৌধুরী, গুলশান স্পোর্টিং ক্লাবের যোবায়েদুর রহমান রানা ও কমলাপুর ব্যাডমন্টিন ক্লাবের মো. আবদুল জব্বার।
ফোরাম সমর্থিত প্যানেল থেকে ৫ সহসভাপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া ৫ জন হলেন- ভস্তিকা স্পোর্টসের কে এম শহিদউল্লা, নেত্রকোনার কামরুন্নেছা আশরাফ দীনা, ফেনির আমির হোসেন বাহার, বরগুনার আলমগীর হোসেন ও পটুয়াখালির জিয়াউল হক।
ফোরাম সমর্থিতরা পূর্ণ প্যানেল থেকে পদের চেয়ে বেশি মনোনয়নপত্র জমা দিলেও ডানা ও রানাদের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে ১৯ পদে ২১টি।
আগামীকাল মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৭ মে মনোনয়নপত্রের ওপর আপিল, ১৮ মে প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।
২৪টি পদের জন্য ৯৮ জন কাউন্সিলর ভোট প্রদান করে নতুন নির্বাহী কমিটি নির্বাচন করবেন। ২২ মে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদে ভোট গ্রহণের দিন নির্ধারণ আছে।
For add
For add
For add
For add
for Add