for Add
সুজা উদ্দিন : ২২ ডিসেম্বর ২০২১, বুধবার, ২:১৬:০৬
হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে একই দিনে গত আসরের যুগ্মচ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তানের করুণ পরিণতি ঘটেছে। হকির শক্তিধর এ দুই দল সেমিফাইনালে হেরে শিরোপা থেকে ছিটকে পড়েছে। এবার নতুন চ্যাম্পিয়ন দেখা যাবে এশিয়ান হকিতে। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে পাকিস্তান হেরেছে কোরিয়ার কাছে ৫-৬ গোলে আর ভারত ৩-৫ গোলে কুপোকাত হয়েছে জাপানের কাছে।
এশিয়ার হকিতে যেন নতুন সূর্যোদয় ঘটেছে। আগের ১৭ বারে যা হয়নি, এবার যে তার বিপরীত কিছু হবে ম্যাচ শুরুর আগে তা ভাবেননি, হকি বিশ্লেষক বা দর্শক কেউই। হকিতে জাপানি চমক দেখল ঢাকার দর্শক। প্রযুক্তিতে এগিয়ে জাপান হকিতেও কারিশমা দেখাল। সেমিফাইনালে ভারতকে হারিয়ে এশিয়ান হকিতে রীতিমত তাক লাগিয়ে দিয়েছে। সেই সাথে চ্যাম্পিয়নের তকমা পড়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছে নিশিথ সূর্যের দেশটি। এর আগে জাপান একবার সেমিফাইনাল খেলেছে ২০১৩ সালে। পাকিস্তানের কাছে ওই ম্যাচে হেরেছিল ১-৩ গোলে। এবারের আসরে যেন তাদের ভিন্ন চেহারা।
এর আগে ৫ আসরে দুইবার করে ভারত ও পাকিস্তান এবং সর্বশেষ আসরে ভারত-পাকিস্তান যৌথ চ্যাম্পিয়ন। সেমিফাইনালের মত ফাইনালে তরুণ ও সুদক্ষ খেলোয়াড়সমৃদ্ধ জাপান ঝলক দেখাতে পারলে তারা শিরোপার দেখা পেতেও পারে।
আসরের প্রথম দিকের ম্যাচগুলোর চেয়ে সেমিফাইনালে সব দিক দিয়ে বেশি ক্রীড়া নৈপূণ্য ছিল তাদের। ম্যাচে তাদের নানা কৌশল আর দক্ষতা ছিল চোখে পড়ার মত। স্টেডিয়ামে দর্শকরা সবাই মুগ্ধ হয়েছে ম্যাচটি দেখে। রিসিভিং, স্পিডি, ডস, প্রতিপক্ষের খেলোয়াড়দের থেকে বল কেড়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে, ম্যাচের শেষের দিকে বেশ কয়েকটি পিসি প্রতিহত করে হতাশ করে ভারতের পিসি স্পেশালিস্টদের।
দিনের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার ক্রীড়া নৈপূণ্য ছিল চোখে পড়ার মত। একবারও ফাইনালে খেলতে পারেনি যে দলটি। তারাই কিনা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। পাকিস্তানের মত হকির শক্তিশালী দলকে সেমিফাইনালে নাকানি-চুবারি খাইয়ে ফাইনালে স্থান করে নিতে সক্ষম হয়েছে। বুধবার কোরিয়া-জাপান ফাইনালের মধ্যদিয়ে এবারের এশিয়ান হকির উপহার নতুন চ্যাম্পিয়ন পাওয়া যাবে।
For add
For add
For add
For add
for Add