for Add
নিজস্ব প্রতিবেদক : ১৪ ডিসেম্বর ২০২০, সোমবার, ১৯:৩২:০১
ওয়ালটন বিজয় দিবস হকি প্রতিযোগিতা আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এ বছর ৫টি দল অংশ নিচ্ছে। লিগ পদ্ধতিতে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। এর পর পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ফাইনালে মোকাবিলা করবে।
আজ সোমবার এ প্রতিোযগিতাকে সামনে রেখে বাংলাদেশ হকি ফেডারেশনের সভা কক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, ওয়ালটন গ্রুপের ডেপুটি ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি জাকি আহমেদ রিপন ও টুর্নামেন্ট সম্পাদক বদরুল ইসলাম দীপু উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় এ প্রতিযোগিতা প্রথমে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দলকে নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে। ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত লিগপর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে। ২৬ ডিসেম্বর শিরোপা লড়াই অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি, মেডেল ও প্রাইজমানি দেয়া হবে। এছাড়া চ্যাম্পিয়ন দল, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে ওয়ালটন গ্রুপের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হচ্ছে- বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ ও সোনালী ব্যাংক লিমিটেড।
For add
For add
For add
For add
for Add