for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ জুলাই ২০২০, রবিবার, ১৯:০০:৪৭
করোনার এই দুঃসময়ে কখনো নিজ এলাকা টঙ্গী, গাজীপুর; কখনো জাতীয় ক্রীড়া পরিষদ বা যুব উন্নয়ন অধিদপ্তর, কখনো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ছোটাছুটি করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। সবই করোনায় অসহায় ক্রীড়াবিদ আর ক্রীড়াসংশ্লিষ্টদের জন্য। তাদের আর্থিক সহায়তা করেছেন। নিজ এলাকায় গরিব-দুস্থ অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা করেছেন ।
তার এ সকল মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘করোনাযোদ্ধা’ হিসেবে তাঁকে সম্মান জানিয়েছে । এ ছাড়াও তিনি আমেরিকার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি অব পিস কর্তৃক শান্তি প্রতিষ্ঠায় ২০২০-২০২১ ফেলো মনোনীত হয়েছেন।
এই সনদ অর্জনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর । আজ (রোববার) সচিবালয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের পক্ষে অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আখতারুজ্জামান কবীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। এ সময়ে যুব ও ক্রীড়া সচিব জনাব মোঃ আখতার হোসেন উপস্থিত ছিলেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমাদের অভিভাবক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ‘করোনাযোদ্ধা’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে মন্ত্রী মহোদয়কে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানাচ্ছি। মন্ত্রী মহোদয়ের ভালো কাজের এ অনন্য স্বীকৃতি আমাদের সবাইকে ভালো কাজ করতে উৎসাহিত করবে। আমাদের মানবিক বোধ জাগ্রত হবে।’
For add
For add
For add
For add
for Add