for Add
নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট ২০১৬, সোমবার, ১২:৩৪:১২
লন্ডনের পর রিওতে সোনা জিতে অলিম্পিক গেমসে অনন্য কীর্তি সৃষ্টি করলেন অ্যান্ডি মারে। কদিন আগে উইম্বলডন শিরোপা জিতেছিলেন তিনি। রিও অলিম্পিকে সেই ধারাবাহিকতাও অব্যাহত রাখলেন ইংলিশ টেনিস তারকা। আজ (সোমবার) ফাইনালে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোকে ৭-৫, ৪-৬, ৬-২, ৭-৫ গেমে হারিয়ে টেনিসের এককে সোনা জিতলেন মারে।
অলিম্পিকে টানা দুবার এককের শিরোপা ধরে রাখার কৃতিত্ব অলিম্পিকের ১২০ বছরের ইতিহাসে যা আর কেউ করে দেখাতে পারনেনি। এর আগে ২০১২ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত লন্ডন অলিম্পিকেও সোনা জিতেছিলেন তিনি।
রিও অলিম্পিকে সোনা জেতার পর কেঁদেই ফেললেন মারে। আবেগপ্রবণ হয়ে পড়া এই টেনিস তারকা বলেন, ‘আজ একটি কঠিন লড়াইয়ে জয়লাভ করলাম। দেল পোত্রো অনেক ভালো খেলেছে। তাই বড় একটি ম্যাচ জিতে স্বর্ণপদক দখলে নিলাম। যে কারণে আবেগপ্রবণ হয়ে পড়ি।’
For add
For add
For add
For add
for Add