for Add
নিজস্ব প্রতিবেদক : ১৪ আগস্ট ২০১৬, রবিবার, ২০:২৫:৩৬
অবশেষে রিও অলিম্পিক পেল বিশ্বের দ্রুততম ‘সাঁতারুমানবী’। ৫০ মিটার ফ্রিস্টাইলে সকল ফেভারিটদের পেছনে ফেলে সোনা জিতেছেন ডেনমার্কের পেনিল ব্লুম। তিনি সময় নিয়েছেন ২৪.০৭ সেকেন্ড। নিজ দেশকে ১৯৪৮ সালের পর সাঁতার থেকে প্রথম সোনার পদক এনে দিলেন তিনি।
১০০ মিটার ফ্রিস্টাইলে কানাডার পেনি ওলেকজিয়াকের সঙ্গে যৌথভাবে সোনা জেতা যুক্তরাষ্ট্রের সিমোন ম্যানুয়েল। এক সেকেন্ডের ১০০ ভাগের দুই ভাগ পেছনে থেকে পেয়েছেন রুপা। বেলারুশের আলিয়াক্সান্দ্রা হেরাসিমেনিয়া পেয়েছেন ব্রোঞ্জ।
২০১২ সালের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের রানোমি ক্রোমোভিজোয়ো এবার হয়েছেন ষষ্ঠ। অস্ট্রেলিয়ার ক্যাম্পবেল বোনেরা আবারও ব্যর্থ হয়েছেন। ৫০ আর ১০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রনটি ক্যাম্পবেল হয়েছেন সপ্তম। আর ১০০ মিটারে বিশ্ব রেকর্ডের মালিক কেইট ক্যাম্পবেল হয়েছেন পঞ্চম।
For add
For add
For add
For add
for Add