for Add
নিজস্ব প্রতিবেদক : ১৪ আগস্ট ২০১৬, রবিবার, ১৯:৪৭:৫৬
পুয়ের্তো রিকোকে নিজেদের অলিম্পিক ইতিহাসে প্রথম সোনা উপহার দিলেন দেশটির নারী টেনিস তারকা মনিকা পুইগ। মেয়েদের টেনিস এককের ফাইনালে জার্মানির আঞ্জেলিক কেরবারকে হারিয়ে সোনা জিতেছেন তিনি।
গেমসের অস্টম দিনে ফাইনালে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন কেরবারকে ৬-৪, ৪-৬, ৬-১ গেমে হারিয়ে চমক দেখান মনিকা।
পুয়ের্তো রিকোর প্রথম কোনো নারী অ্যাথলেট হিসেবেও প্রথম পদক পেলেন ২২ বছর বয়সী মনিকা। অতীতে দেশটিকে অলিম্পিকের আটটি পদক এনে দিয়েছিলেন পুরুষ অ্যাথলেটরা।
For add
For add
For add
For add
for Add