for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ আগস্ট ২০১৬, মঙ্গলবার, ১৯:১৩:০৮
জেবি বাংলাদেশ লিগের ময়মনসিংহ পর্বের প্রথম চার ম্যাচে হয়েছিল ৬ গোল। নতুন বিভাগীয় এ শহরের মানুষ দলবেধে স্টেডিয়ামে জমায়েত হলেও গোল দেখে চোখ জুড়াতে পারছিল না তারা। অবশেষে পঞ্চম ম্যাচে গোলের ক্ষুধা মিটেছে ময়মনসিংহের দর্শকদের। আজ (মঙ্গলবার) ব্রাদার্স-আরামবাগ ম্যাচে হয়েছে ৪ গোল। গোল-পাল্টা গোলের এ ম্যাচে অবশ্য জিততে পারেনি কোনো দল। ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলে। প্রথমে ব্রাদার্স লিড নিয়েছিল। সমতায় ফিরে পাল্টা লিড নিয়েছিল ফেডারেশন কাপ রানার্সআপ দল আরামবাগও। কিন্তু ম্যাচটির নিয়তি যে লেখা ছিল ড্র।
৬ মিনিটে তরুণ মিডফিল্ডার নাজমুল ইসলাম রাসেলের চমৎকার সাইড ভলির গোলে এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। ২৬ মিনিটে জাফর ইকবাল কর্নার থেকে কেস্টার আকন আনেন সমতা। প্রথমার্ধের শেষ মিনিটে লিড নেয় আরামবাগ। মাঝমাঠ থেকে একাই বল নিয়ে ব্রাদার্স রক্ষণভাগে ঢুকে কোনাকুনি শটে দূরের জালে বল জড়ান তরুণ মিডফিল্ডার ইকবাল। ব্রাদার্সকে খেলায় ফেরান আরেক তরুণ ফরোয়ার্ড মান্নাফ রাব্বি। ৭০ মিনিটে মাঝমাঠ থেকে একটি সংঘবদ্ধ আক্রমণের পর নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলেরে চিপে ডান পায়ের জোরালো ভলিতে সমতা আনেন তিনি। চার খেলায় আরামবাগের পয়েন্ট ৫। সমান খেলায় ব্রাদার্সের ৩।
For add
For add
For add
For add
for Add