for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ আগস্ট ২০১৬, সোমবার, ১৮:৪৯:১৭
নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি হতে হতেও হলো না মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। কলো মুসার পাস থেকে পোস্টের সামনে বল পেয়েছিলেন জাভেদ। কিন্তু তিনি বলটি ক্রসবারের উপর দিয়ে বাইরে পাঠালেন। সেখান থেকে আর ৫ বার চেষ্টা করলেও হয়তো উপর দিয়ে বল পাঠাতে পারবেন না তিনি।। ডাগ আউটে তখন আবাহনীর কোচ জর্জ কোটোনের স্বস্তির নিঃশ্বাস। আপসোসে চুল ছিড়ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ আবদুল কাইয়ুম সেন্টু। ইস! অল্পের জন্য হলো না।
খেলার শেষ দিকের ওই আক্রমনটি বিফলে না গেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে জয়ের হ্যাটট্রিক নিয়েই মাঠ ছাড়তে পারতো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গত আসরের দুই পর্বেই আবাহনীর বিপক্ষে জিতেছিল তারা। আজ (সোমবার) ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে আবাহনী ও মুক্তিযোদ্ধার ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে। ১৩ মিনিটে গোল করে আবাহনীকে এগিয়ে দিয়েছিলেন নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে। ৪৮ মিনিটে সমতা আনেন মুক্তিযোদ্ধার মানিক। এ ড্রয়ে ৪ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে আবার টেবিলের শীর্ষে উঠলো মুক্তিযোদ্ধা। আবাহনীর পয়েন্টও ৮। তবে গোল গড়ে তারা তৃতীয়। তাদের উপরে চট্টগ্রাম আবাহনী।
For add
For add
For add
For add
for Add