for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ আগস্ট ২০১৬, সোমবার, ১৬:৩৯:০৯
স্বাধীনরাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের আট বছরের মাথায় অলিম্পিকের সোনা জিতলো কসোভো। আর দেশকে এই সম্মান এনে দিলেন জুডোকা মাইলিন্দা কেলমেন্দি।
সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করে কসোভো। তবে দেশটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যপদ পায় ২০১৪ সালে। একারনে ২০১২ লন্ডন অলিম্পিকে আলবেনিয়ার হয়ে অংশ নেন কেলমেন্দি, ছিটকে যান দ্বিতীয় রাউন্ডেই।
এবার কসোভো অংশ গ্রহণ করছে, তাই নিজ দেশকেই প্রতিনিধিত্ব করছেন কেলমেন্দি। উদ্বোধনী অনুষ্ঠানে কসোভোর পতাকা ছিল তাঁর হাতেই। প্রতেযোগীতায় নেমে দেশের ইতিহাসে প্রথম অলিম্পিক সোনা জিতে সেই জাতীয় পতাকাকে আরও উঁচুতে তুলে ধরলেন তিনি । গতকাল (রোববার) মেয়েদের ৫২ কেজি ওজনশ্রেণির ফাইনালে ইতালির ওদেত্তে জুফ্রেইদাকে ১ পয়েন্টের ব্যবধানে হারান কেলমেন্দি।
For add
For add
For add
For add
for Add