for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ আগস্ট ২০১৬, রবিবার, ১৩:০০:৩১
রিও অলিম্পিকে মেয়েদের সাঁতারে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বিশ্বরেকর্ড করেছেন হাঙ্গেরির কাতিনকা হোসসু। তাঁর টাইমিং ছিল ৪ মিনিট ২৬.৩৬ সেকেন্ড। ৪ মিনিট ৩১.১৫ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন যুক্তরাষ্ট্রের মায়া ডির্যাডো। আর ৪ মিনিট ৩২.৩৯ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন স্পেনের মিরেইয়া বেলমন্তে গার্সিয়া।
এই বিভাগ আগের সেরা টাইমিং ছিল ৪ মিনিট ২৮.৪৩ সেকেন্ড। ২০১২ লন্ডন অলিম্পিকে সেটি গড়েছিলেন চীনের ইয়ে শিয়েন। কাতিনকা হোসসু এবারই প্রথম অলিম্পিকে সোনা জিতলেন। এর আগে তিনটি অলিম্পিকে অংশ নিলেও কখনও স্বর্ণ জেতা হয়নি তাঁর। রিওতে অধরা সেই সোনাটি পেলেন বিশ্বরেকর্ড গড়ে।
For add
For add
For add
For add
for Add