for Add
নিজস্ব প্রতিবেদক : ১৩ জুলাই ২০১৬, বুধবার, ২১:১৪:১৮
বয়স ৪২ বছর। তাতে কি? যে ২২ এ পারে, সে ৪২ বছরেও পারে। ব্রিটিশ অ্যাথলেট জো পাভে সেটাই প্রমান করলেন। ৪২ বছরের এ ‘বুড়ি’ অ্যাথলেট খেলতে যাবেন রিও অলিম্পিক। যুক্তরাজ্য অলিম্পিক কমিটি অলিম্পিক দলে তাকে অন্তর্ভূক্ত করেছে।
এর মধ্যে দিয়ে নিজ দেশে একটি রেকর্ডও করে ফেলছেন জো পাভে। তিনিই হবেন ৫ টি অলিম্পিক গেমসে অংশ নেওয়া প্রথম ব্রিটিশ। আজ (বুধবার) অনুষ্ঠিত জাতীয় ট্রায়ালে ১০০০ মিটারে দৌঁড়িয়ে এ যোগ্যতা অর্জন করে। এ সময়ে তিনি তার প্রায় অর্ধেক বয়সের প্রতিদ্বন্দ্বি কাতে এভেরিকে পেছনে ফেলেন।
For add
For add
For add
For add
for Add