for Add
নিজস্ব প্রতিবেদক : ১ জুলাই ২০১৬, শুক্রবার, ১৬:৩৭:১৭
নাম তার সুজি কর্টেজ। ব্রাজিলিয়ান এ মডেল মেসির ‘নাম্বার ওয়ান ফ্যান’। তিনি চাইছেন যে, তাঁর স্বপ্নের পুরুষ অবসর ভেঙে আন্তর্জাতিক আঙ্গিনায় ফিরে আসুক৷ ব্রাজিলিয়ান এ মডেল বরাবর খবরের শিরোনামে এসেছেন মেসির জন্যই৷ বার্সেলোনার ডাই-হার্ড ফ্যান নিজের ইনস্টাগ্রামে ও টুইটারে বার্সা ও আর্জেন্টিনার জার্সি গায়ে চাপিয়ে লাস্যময়ী হয়ে ছবি পোস্ট করেন৷ অনেক সময় বডি-পেন্টের সাহায্যেও মেসিপ্রীতি জানিয়েছেন তিনি।
তিনি আর্জেন্টিনা আর বার্সার জার্সি গায়ে চাপিয়ে ছবি পোস্ট করে লিখছেন,‘আর্জেন্টিনার জিনিয়াস আমার বার্সার হয়ে খেলে৷ ওর মতো চরিত্র ব্রাজিলিয়ান দলেও পাই না৷ লিও তুমি যেও না৷’ এই সুজির মেসির প্রতি অতিরিক্ত ভালোবাসা একেবারেই ভালে চোখে দেখেন না মেসির স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো৷ মেসির ইনস্টাগ্রাম ফলোয়ার লিস্ট থেকে সুজিকে সরিয়ে দিয়েছেন৷
For add
For add
For add
For add
for Add