for Add
নিজস্ব প্রতিবেদক : ৩০ জুন ২০১৬, বৃহস্পতিবার, ২১:৩৭:৫৫
বহুল আলোচিত এবং ঘটনা বহুল প্রিমিয়ার হকি লিগ শেষ হতে যাচ্ছে আগামীকাল (শুক্রবার)। লিগের শেষ ম্যাচে নির্ধারন হবে কার হাতে ওঠবে শিরোপা। এতেই বোঝা যায় লিগে দল গুলোর মধ্যে টার্ফের প্রতিদ্বন্দ্বিতা কেমন ছিল। এক পর্যায়ে মেরিনার্স, ঊষা, মোহামেডান ও আবাহনী সমান ভাবে এগিয়ে গেলেও শেষ দিকে এসে ছিটকে পড়ে মোহামেডান এবং আবাহনী। আগামীকাল বিকাল ৩টায় শুরু ঊষা ও মেরিনার্সের ম্যাচে নির্ধারণ হবে শিরোপা।
প্রিমিয়ার হকি লিগে চারবারের চ্যাম্পিয়ন ঊষা। অপরদিকে দুই বারের রানার্সআপ মেরিনার্স ইয়াংস এবার প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলার অপেক্ষায়। এই মূহুর্তে ৫ খেলায় মেরিনার্সের পয়েন্ট ৪০, উষার ৩৮। ড্র হলেই কাল চ্যাম্পিয়ন হয়ে যাবে মেরিনার্স। আর ঊষাকে চ্যাম্পিয়ন হতে হলে জয়ের বিকল্প নেই তাদের।
For add
For add
For add
For add
for Add