for Add
নিজস্ব প্রতিবেদক : ২৯ জুন ২০১৬, বুধবার, ২০:৪৭:০৮
রাসেল মাহমুদ জিমি জ্বলে ওঠতেই স্বরূপে ফিরলো মোহামেডান। গ্রিন ডেল্টা প্রিমিয়ার বিভাগ হকিতে ঊষাকে হারালো ৫-৩ গোলে। কিন্তু তাতে ঐতিয্যবাহী দলটির দু:খটাই কেবল বাড়লো। হঠাৎ ছন্দ পতনে শিরোপার দৌড় থেকে যে তারা ছিটকে পড়েছে আগেই।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ (বুধবার) দিনটি ছিল শুধুই রাসেল মাহমুদ জিমির। দেশ সেরা ফরোয়ার্ডের হ্যাটট্রিক সহ ৫ গোলেই ৫-৩ গোলে জয় মোহমেডানের। হকির দুই পরাশক্তির লড়াইয়ে তিন মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। পাকিস্তানি ফরোয়ার্ড সালমান হোসেনের পাস থেকে বল জালে জড়ান জিমি।
২৯ মিনিটে প্রথম সমতায় ফিরে ঊষা। পেনাল্টি কর্নার থেকে গোল করেন আলিম বেলাল। কিন্তু ১ মিনিটও সমতা স্থায়ি হয়নিপুরান ঢাকার দলটির। ৩০ মিনিটে গোল করেন রাসেল মাহমুদ জিমি। দুই মিনিট পরই জিমি পূর্ণ করে ফেলেন হ্যাটট্রিক। মোহামেডান লিড পায় ৩-১ গোলের।
বিরতীর পর মাঠ ফিরে দ্রুতই ব্যবধান কমায় ঊষা। ৩৯ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে আলিম বেলাল গোল করেন। কিন্তু দিনটি যে ছিল শুধুই জিমির। এক মিনিটের ব্যবধানে আবারো দলকে এগিয়ে দেন তিনি। শেষ দিকে দলকে পঞ্চম গোল উপহার দেন মোহামেডান অধিনায়ক। অপরদিকে শেষ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে ব্যাবধান কমান আলিম বেলাল। যা ছিল তার হ্যাটট্রিক গোল।
এ পরাজয়ের ফলে ১৫ ম্যাচে ঊষার পয়েন্ট দাঁড়ালো ৩৮। অপরদিকে ৪০ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে ওঠে গেল মেরিনার্স। মোহামেডানের পয়েন্ট ১৫ ম্যাচে ৩২। শুক্রবার লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে মেরিনার্স ও ঊষা। সে হলে ড্র হলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে মেরিনার্স। অপরদিকে শিরোপা পেতে জিততেই হবে ঊষাকে।
For add
For add
For add
For add
for Add