for Add

স্পেন না ইতালি ?

spain-vs-italy
প্রশ্নটা দুই দিক থেকেই। স্পেন টিকে থাকবে? নাকি ইতালি। স্পেন বিদায় নেবে? নাকি মাথা নিচু করে ঘরে ফিরবে ইতালি। উত্তরটা যেভাবেই হোক, আজ (সোমবার) রাতে বিদায় নিতে হচ্ছে এক দলকে। এখন দেখার অপেক্ষা দলটি বর্তমান চ্যাম্পিয়ন না রানার্সআপরা। গত আসরের দুই ফাইনাস্টের মধ্যেকার ইউরো কাপের শেষ ষোলোর ম্যাচটিই হয়তো হয়ে থাকবে এবারের আসরের সবচয়ে আকর্ষণীয় এবং আলোচিত ম্যাচ।

২০১২-র সর্বশেষ ইউরোতেই শিরোপা-মঞ্চে দেখা হয়েছিল স্পেন-ইতালির। অথচ চার বছর বাদে আজ দুই পরাশক্তির দেখা হয়ে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে। শেষ ষোলোতেই ইউরো অভিযান শেষ হয়ে যাচ্ছে কোনো এক দলের। গত দুইবারের ট্রফিজয়ীরা এবার পারেনি গ্রুপ চ্যাম্পিয়ন হতে। ক্রোয়েশিয়ার কাছে হেরে রানার্স-আপ হয়ে ওঠে নকআউট পর্বে। ইতালি প্রত্যাশানুযায়ী হয় গ্রুপ চ্যাম্পিয়ন। যে কারণে অপ্রত্যাশিতভাবে নকআউট পর্বের শুরুতেই মুখোমুখি স্পেন-ইতালি।

এই ফুটবল-দ্বৈরথে অনেক রোমাঞ্চ। ২০০৮ ইউরোর কোয়ার্টার ফাইনালে যখন মুখোমুখি হয় তারা, বড় প্রতিযোগিতায় আগের পাঁচ মুখোমুখিতে কখনো ইতালিকে হারাতে পারেনি স্পেন। ফেভারিট ছিল তাই নীল জার্সিধারীরা। কিন্তু সেবার ঠিকই টাইব্রেকারে জিতে যায় স্পেন। ২০১২ ইউরো জয়ের পথে প্রথম রাউন্ডে আজ্জুরিদের সঙ্গে ১-১ গোলে ড্র দেল বোস্কের দলের, ফাইনালের বিস্ফোরক জয় ৪-০ ব্যবধানে। ২০১৩ কনফেডারেশনস কাপের সেমিফাইনালে আবারও জেতে টাইব্রেকারে। আর প্রীতি ম্যাচ হিসাবের মধ্যে ধরলেও সর্বশেষ ১১ ম্যাচে স্পেনকে কেবল একবার হারিয়েছেন ইতালি।

আজকের লড়াইয়ে খানিকটা হলেও এগিয়ে স্পেন। টুর্নামেন্টের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারায় তারা বেশ কষ্টে। পরের খেলায় তুরস্ককে উড়িয়ে দেয় একেবারে, এবারের ইউরোর অন্যতম সেরা দলীয় পারফরম্যান্সে। অথচ ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই স্পেনকে আর খুঁজে পাওয়া যায়নি। ১-২ গোলে হেরে যায় তারা। অন্যদিকে ইতালি নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামকে হারিয়েছে। সুইডেনের বিপক্ষে জিততে ঘাম ঝরাতে হয়েছে ঠিক, তবে তাতে নিশ্চিত হয়ে যায় নকআউট পর্বে উত্তরণ। রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে আটটি পরিবর্তন করেন তাই ইতালিয়ান কোচ আন্তনিও কন্তে। তাতে ০-১ গোলে হেরে যায় বটে, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া তাতে আটকায়নি।

সব সংবাদ

হামজাকে ছাড়াই নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বুলবুল নারী কাবাডি বিশ্বকাপ বাংলাদেশে! অক্টোবরে বিসিবি নির্বাচন নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের প্রথম সিরিজ জয় চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বাংলাদেশের চমক জাতীয় যুব চ্যাম্পিয়নশিপ শুরু অ্যান্টিডোপিং অ্যাওয়ারনেস ও স্পোর্টস মেডিসিন সেমিনার জুলাই রেভুলেশন ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন আনসার ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা এশিয়া কাপে হার দিয়ে শুরু ভুটানের কাছে হোঁচট খেলো বাংলাদেশ স্বর্ণজয়ী ফাতেমা ছাড়াই ফেন্সিং চ্যাম্পিয়নশিপ ফেন্সিংয়ে জিতলেই পাওয়া যাবে সুজুকি মোটরসাইকেল প্রথম নারী পরিচালক পেলো জাতীয় ক্রীড়া পরিষদ আফঈদাদের ক্লাব এবার ৭ গোলে হারলো প্রীতির হ্যাটট্রিকে বাংলাদেশের সহজ জয় কোকো আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন মিনহাজ এসএ টি-২০ লিগের ড্রাফটে বাংলাদেশের ২৩ ক্রিকেটার অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে নারী ফুটবল আগামীকাল কোকো আন্তর্জাতিক দাবা শুরু ১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে হারলো আফঈদাদের ক্লাব এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় নারী হ্যান্ডবলে আনসারের শিরোপা অক্ষুণ্ন কোকো আন্তর্জাতিক দাবা ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ নারী বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে যে ইতিহাস সৃষ্টি করলেন রোনালদো ভারতের কাছে ২-০ গোলে পরাজয় মেনে নিল বাংলাদেশ ট্র্যাকে ফিরে আবার দ্রুততম মানব ইমরানুর, মানবী সুমাইয়া এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ আরহাব দাবায় ফিরোজ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের ৫ নারী ফুটবলার চট্টগ্রামে প্রথমবার হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট সাফ ফুটবলে বাংলাদেশের জয়ের সূচনা নারায়ণগঞ্জে জেলা দাবা শুরু টাইগারদের অনুশীলন আজ থেকে সিলেটে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল শুরু ঢাকায় হতে যাচ্ছে ‘ভেলোসিটি ১৫কে রান এডিশন ১’ চোট কাটিয়ে মাঠে ফিরছেন মেসি ২০ আগস্ট থেকে নারায়ণগঞ্জে জেলা দাবা শুরু এসএ গেমসে পদক জিততে ভলিবলের ক্যাম্প শুরু চ্যালেঞ্জ কাপে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ নারী দল ভারতে খেলতে আসতে পারেন রোনালদো ভুটানের ক্লাবে যোগ দিচ্ছেন আফঈদা-স্বপ্না ডন ব্র্যাডম্যানের ‘শূন্য’ করার সেই হতাশার দিন জাতীয় নারী হ্যান্ডবল শুরু হচ্ছে শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দীর্ঘ অপেক্ষার পর অনূর্ধ্ব-২০ নারী দল এশিয়ান কাপে তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরের জালে ৮ গোল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add