for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ জুন ২০১৬, শুক্রবার, ১৪:০৪:০৪
ইনজুরি পিছু ছাড়ছেনা আর্জেন্টিনার মিডফিল্ডার ডি মারিয়ার। পানামার বিপক্ষে চোট পাওয়ার পর তিনটি ম্যাচ খেলতে পারেন। ফাইনালের জন্য সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু আবার ইনজুরি তার। কোপার ফাইনালে খেলাই অনিশ্চিত ডি মারিয়ার।
গতকাল (বৃহস্পতিবার) অনুশীলন শেষ না করেই উঠে যান ডি মারিয়া। ফাইনালের শুরু থেকেই ডি মারিয়া খেলবে বলে গতদিন জানালেও ডি মারিয়ার ইনজুরিতে সেটি অনেকটাই মুখ থুবড়ে পড়েছে।
স্থানীয় ফুটবলারদের সঙ্গে অনুশীলন করার কিছু সময় পরেই খারাপ বোধ করেন ডি মারিয়া। তারপর ঝুঁকি এড়াতে পরবর্তীতে আর অনুশীলনে নামেননি। বা পায়ের ইনজুরিটা বেশ কয়েকদিন ধরেই তাকে ভোগাচ্ছে তাকে। এই ইনজুরির কারণেই তাকে ২০১৪ বিশ্বকাপের ফাইনাল এবং ২০১৫ কোপা আমেরিকার ফাইনাল বেঞ্চে বসে দেখতে হয়েছে।
ডি মারিয়ার ইনজুরির পাশাপাশি ফাইনাল থেকে ইতোমধ্যে ইনজুরির কারণে ছিটকে গেছেন আগুস্তো ফার্নান্দেজ এবং লাভেজ্জি। তাছাড়া পাস্তোরে সুস্থ হয়ে উঠলেও তার খেলা নিয়ে রয়েছে সংশয়। এছাড়া সেমিফাইনালে ইনজুরি পড়ায় রোহোও ফাইনালে অনিশ্চিত। এর আগে থেকেই ইনজুরি বহন করে খেলছেন গাইতান। এতো তারকা ফুটবলার অনুপস্থিতিতে মেসি দলকে শিরোপা জেতাতে পারেন কি না সেটিই দেখার বিষয়।
For add
For add
For add
For add
for Add