for Add
নিজস্ব প্রতিবেদক : ১৩ জুন ২০১৬, সোমবার, ১৮:২৭:৪৫
বিতর্কিত এক গোলে পেরুর কাছে ১-০ গোলে হেরে কোপা আমেরিকার শতবর্ষী আয়োজনের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। ৩১ বছর পর পেরুর কাছে হার ব্রাজিলের। কিন্তু এটাকে হার মানতে নারাজ দুঙ্গা, ‘কী হয়েছে সবাই দেখেছে। আমাদের কী-ই বা করার ছিল? সবার চোখের সামনে যেটা ঘটলো সেটা তো বদলে দেয়া সম্ভব না। একেবারেই অভাবনীয়। চরম বিতর্কিত খেলা হয়েছে। প্রথমার্ধে আমরাই চালকের আসনে ছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষভাগে গিয়ে যা হল সেটা ঠেকানো আসলে খেলোয়াড়-কোচদের সামর্থ্যের অতীত। ব্রাজিল সমর্থকরা দেখেছে কিভাবে আমাদের বিদায় করা হয়েছে। আমরা ফুটবল খেলে হারি নি।’
গোল বাতিলের সিদ্ধান্তটা আসলে কার ছিল- সে নিয়েও প্রশ্ন তুলছেন ব্রাজিলের কোচ, ‘যখন রেফারীদের নিজেদের মধ্যে এটা নিয়া কথা বলা উচিৎ ছিল, তাঁরা তখন অন্য কারও সাথে কথা বলছিল। আমি বুঝতে পারছি না তাঁদের মাইক্রোফোনে কেন পরামর্শ করতে হল?’
তবে দুঙ্গা বলছেন, এভাবে বিদায় নেয়ার পরও কোচের পদ হারানোর ভয় তিনি করছেন না, ‘একটামাত্র বিষয়ই আমি ভয় পাই, সেটা হল মৃত্যু। ২০১৪ সালের বিশ্বকাপের পর থেকে আমরা একটা পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা একদিকে বছরের পর বছর পরিশ্রমে আসা সাফল্যের জন্য জার্মানির প্রশংসা করবো, অন্যদিকে ব্রাজিলে চাইবো সবকিছু রাতারাতি হয়ে যাবে- এটা তো হয় না।’
আগামী অগাস্টেই আরেকটি পরীক্ষার মুখে পড়তে হবে দুঙ্গাকে। রিও অলিম্পিকে সোনা জয়ের প্রত্যাশা নিয়ে বসে আছে গোটা ব্রাজিল। অলিম্পিক ফুটবলে যে এখনও সোনা জেতা হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
For add
For add
For add
For add
for Add