for Add
নিজস্ব প্রতিবেদক : ১১ জুন ২০১৬, শনিবার, ২১:০৩:০৮
গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকিতে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে মেরিনার্স ইয়াং ক্লাব ও সোনালী ব্যাংক। দিনের প্রথম ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে মেরিনার্স।অন্যদিকে দ্বিতীয় ম্যাচে আজাদ স্পোর্টিয়ের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে সোনালী ব্যাংক।
আজ (শনিবার) মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রথমার্ধের ১০ মিনেটেই ওয়াকাস শরীফের ফিল্ড গোলে এগিয়ে যায় মেরিনার্স। দুই মিনিট পরে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন মামুনুর রহমান চয়ন। ২৩ মিনিটে আশরাফুল ও প্রথমার্ধ শেষের ৫ মিনিট আগে শিশিরের করা গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মেরিনার্স।
বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে আবার জ্বলে উঠে মেরিনার। ৩৮ মিনিটে রাব্বির ফিল্ড গোলে মেরিনার্স ৫-০ গোলের লিড পায়। ৪৫ মিনিটে সীমান্ত গোল করে ব্যবধান কমান।তিন মিনিট পর খলিলুর রহমানের পেনাল্টি থেকে করা গোল ব্যবধান ৫-২ এ কমালেও ৬৮ মিনিটে মেরিনারের মোহসিন ফিল্ড গোল থেকে ওয়ান্ডারার্স এর জালে বল জড়িয়ে মেরিনার্সকে ৬-২ ব্যবধানের বড় জয় দিয়ে মাঠ ছাড়েন।
For add
For add
For add
For add
for Add