for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ জুন ২০১৬, বৃহস্পতিবার, ১৭:৩৮:৪২
শেষ পর্যন্ত পরিত্যাক্তই হলো লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের খেলা। বিকেএসপির তিন মাঠে গতকালের (বুধবার) নির্ধারিত খেলাটি বৃষ্টিতে গড়িয়েছিল রিজার্ভ ডেতে। আজ (বৃহস্পতিবার) রিভার্ভডেতেও হানা দিয়েছে বৃষ্টি। গতকালের মত একটি বলও মাঠে গড়াতে পারেনি। পরে খেলাটি পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।
ম্যাচটি পরিত্যাক্ত হওয়ায় ব্রাদার্স এবং রূপগঞ্জ উভয় দলই ১ পয়েন্ট করে পেয়েছে। ফলে ১১ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে রেলিগেশন এড়িয়েছে ব্রাদার্স। অবনমন হলো সিসিএস এবং কলাবাগানের। তবে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় কিছুটা হলেও আফসোস থাকতে পারে রূপগঞ্জের। এই ম্যাচ জিতলেই পয়েন্ট তালিকায় একক ভাবে শীর্ষে থাকার সুযোগ ছিল দলটির। পয়েন্ট ভাগাভাগি হওয়ায় এখন আবাহনী, মোহামেডান ও দোলেশ্বরের সমান ১৪ পয়েন্ট রূপগঞ্জের।
For add
For add
For add
For add
for Add