for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ জুন ২০১৬, সোমবার, ১২:০৫:৫১
কোপার শুরুতেই মেক্সিকান ঝড়ে উড়ে গেল উরুগুয়ে৷ আজ (সোমবার) সকালে অ্যারিজোনার ইউনিভার্সিটি অফ ফোনেক্স স্টেডিয়ামে উরুগুয়েকে ৩-১ গোলে উড়িয়ে দেয় মেক্সিকো৷ ম্যাচটি ভরপুর ছিল রোমাঞ্চ আর বিতর্কে। উত্তেজনাও ছিল তুঙ্গে। ম্যাচের শুরুতেই গলদ। উরুগুয়ের জাতীয় সংগীতের বদলে বাজে চিলির জাতীয় সংগীত। চার মিনিটে আন্দ্রেস গুয়ার্দাদোর ক্রস ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে দিয়েছেন উরুগুয়ের পেরেইরা। এগিয়ে যায় মেক্সিকো। বিরতির আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উরুগুয়ের মাতিয়াস ভেসিনো।
৭৪ মিনিটে মেক্সিকোর গুয়ার্দাদো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ফ্রি কিক থেকে হেডে গোল করে সমতা ফেরান অ্যাটলেটিকোর উরুগুইয়ান ডিফেন্ডার ডিয়েগো গডিন। ৮৫ মিনিটে রাফায়েল মার্কেজের দারুণ এক শটে আবার এগিয়ে যায় মেক্সিকো। ৯০ মিনিটে হেক্টর হেরেরার গোলে পরাজয়ের ব্যবধান আরেকটু বাড়ে উরুগুয়ের।
For add
For add
For add
For add
for Add