for Add
নিজস্ব প্রতিবেদক : ২৯ মে ২০১৬, রবিবার, ২১:৪০:১১
ন্যাশনাল ব্যাংক ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে তিতাস ক্লাব। আজ (রবিবার) পল্টন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের শেষ ম্যাচে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে ৩০-২৮, ২৭-২৫ ও ২৫-২০ পয়েন্টে (৩-০ সেটে) হারিয়ে চ্যাম্পিয়ন হয় তিতাস ক্লাব। লিগে তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। লিগে সেরা ডিফেন্ডার হন তিতাসের সুজন, সেটার বিজিবি’র জিল্লুর এবং যৌথভাবে সেরা অ্যাটাকার হন তিতাস ক্লাবের আল জাবির ও লিংকন সোহেল।
শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষক অতিরিক্ত ব্যবস্থপনা পরিচালক বদিউল আলম এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিওএ’র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি তাবিউর রহমান পালোয়ান, মোস্তফা কামাল, যুগ্ম সম্পাদক অ্যাড. ফজলে রাব্বি বাবুল, আজিজুর রহমান এবং লিগ কমিটির সেক্রেটারি মো. সিরাজুল ইসলামসহ অন্যান্যরা।
For add
For add
For add
For add
for Add