for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ মে ২০১৬, মঙ্গলবার, ১৭:৪৯:০২
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ হাজার রান স্পর্শ করেছেন তামিম ইকবাল। আজ (মঙ্গলবার) ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৫৫ রানের ইনিংসের পথে এই মাইলফলক স্পর্শ করেন তামিম।
৫ হাজার ৯৬২ রান নিয়ে ইনিংস শুরু করা তামিমের এ মাইলফলক অতিক্রম করতে আজ প্রয়োজন ছিল ৩৮ রান। দারুণ ছন্দে থাকা তামিম বিকেএসপিতে খেলেন ৫৫ রানের দারুণ এক ইনিংস।আবাহনীর ইনিংসে ১৮তম ওভারে পাকিস্তানের সাঈদ আনোয়ার জুনিয়রের বলে বাউন্ডারি হাঁকিয়ে রেকর্ড বুকে নিজের নাম লিখান তামিম।১৮৭ ইনিংসে ৬ হাজার ছুঁলেন তামিম। শতক করেছেন ৮টি, অর্ধশতক ৪১টি।
একই দিনে ৬ হাজার স্পর্শ করার সুযোগ ছিল মুশফিকুর রহিমেরও। তার প্রয়োজন ছিল ৯৭ রান। কিন্তু মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডান অধিনায়ক আউট হয়ে যান শূন্য রানে।
For add
For add
For add
For add
for Add