for Add
নিজস্ব প্রতিবেদক : ১৭ মে ২০১৬, মঙ্গলবার, ২১:৪৫:২৯
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লিগে নিজেদের দ্বিতীয় খেলায় গোল উৎসব করেছে ঊষা ক্রীড়া চক্র। আজ (মঙ্গলবার) মওলানা ভাসানী স্টেডিয়ামে তারা ১৩-০ গোলের বিশাল ব্যবধানে হোরিয়েছে বাংলাদেশ রেলওয়ে স্পোর্টিং ক্লাবকে। ৬টি গোল করেছেন হাসান যুবায়ের নিলয়। তিনি প্রথম তিনটি গোল করেন ১৮, ৩১ ও ৫০ মিনিটে। পরের তিনটি ৬২, ৬৮ ও ৬৯ মিনিটে। মাহবুব হোসেন করেছেন তিনটি গোল। বাকি চারটি গোল এসেছে রেজাউল করিম বাবু, মিথুন কৃষ্ণ কুমার ও নিজামউদ্দিনের স্টিক থেকে।
দিনের অন্য খেলায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ৪-২ গোলে অ্যাজাক্সকে পরাজিত করে। বাংলাদেশ এসসি’র প্রিন্স, সোহেল, শাহবাজ আলী ও গুরপ্রতাপ সিং করেন একটি করে গোল। অ্যাজাক্সের রাহাত সারোয়ার একা করেছেন ২টি গোল।
For add
For add
For add
For add
for Add