for Add

ক্লাব কাপ হকি

আট বছর পর চ্যাম্পিয়ন আবাহনী

abahani-club-cup-hockey-cha

ক্লাব কাপ হকিতে আবাহনী শেষবার আবাহনী চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৮ সালে। তার পর দীর্ঘ আট বছরের অপেক্ষা। অবশেষে সে অপেক্ষার পালা ফুরোলো। আজ (সোমবার) টুর্নামেন্টের ফাইনালে ঊষা ক্রীড়াচক্রকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মত ক্লাব কাপ হকির শিরোপা জিতলো আকাশী-হলুদ শিবির। হ্যাটট্রিক শিরোপাজয়ের স্বপ্ন ভেঙ্গে গেলো ঊষা ক্রীড়াচক্রের।

এ পর্যন্ত চারবার শিরোপাজয়ী ঊষা। সর্বশেষ দুবারই শিরোপার খুব কাছে গিয়ে উষার কাছে হারতে হয়েছিল আবাহনীকে। ২০০৪ এবং ২০০৮ সালে দুবারের শিরোপাজয়ীদের তাই এ ফাইনালটি ছিল এক অর্থে প্রতিশোধের। তাতে একতরফা দাপটে ঊষাকে উড়িয়ে অসাধারণ প্রতিশোধ নিল মাহবুব হারুনের দল-চার আসর পর শ্রেষ্ঠত্বের মুকুট পরলো ঢাকা আবাহনী লিমিটেড।

মাওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ভিন্ন ইঙ্গিতই দিচ্ছিল। পাঁচ বিদেশী নিয়ে খেলতে নামা আবাহনীকে চেপে ধরেছিল ঊষার আক্রমণভাগ। ৭ মিনিটেই সাফল্যের মুখ দেখে ঊষা। ইসমাইল বিন আবুর থ্রুতে মালয়েশিয়ান রিক্রুট ফয়সাল বিন শারির কানেক্টে গোল আসে, আবাহনীকে এগিয়ে যায় ১-০ তে।

গোল খেয়েই যেন আহত বাঘের মত গর্জে ওঠে আবাহনী। একের পর এক আক্রমনে ব্যতিব্যস্ত করে তোলে ঊষার রক্ষণ। ৮ মিনিটে শাফাকাত রাসুলের জোরালো হিট গোল পোস্টের উপর দিয়ে চলে যায়। ১০ মিনিটের মাথায় পাওয়া প্রথম পেনাল্টি কর্নার কাজে লাগাতে ব্যর্থ হন কাসিফ আলী। পরের মিনিটে আবারো কর্নার, এবারও বল চলে যায় বাইরে।

তবে ১৫ মিনিটে পাওয়া কর্নারটি আর মিস করেনি আবাহনী। শাফকাত রসুলের ক্রস থেকে রুম্মান সরকার স্টপ এবং তাতে পাকিস্তানী রিক্রুট তৌসিফ এরশাদ দুর্দান্ত হিটে গোল করে আবাহনীকে ১-১ সমতায় ফেরান। এরপর আবাহনীর অনেকগুলো আক্রমন ফিনিশিংয়ের ব্যর্থতায় গোলে পরিনত হতে পারেনি। ১৮ মিনিটে বিপ্লবের ক্রস থেকে ইরফানের জোরালো হিট ঠেকিয়ে দেন ঊষার গোলরক্ষক নিপ্পন। ২৫ মিনিটে কিপারকে কাটিয়েও গোল দিতে পারেননি ফাইজাল বিন শারি।

তবে ২৭ মিনিটে এগিয়ে যায় আবাহনী। মাঝমাঠ থেকে রোম্মান সরকার প্রায় ২৫ গজ দূরে বল পাঠান মোঃ ইরফানের কাছে। বল পেয়েই দুজন মার্কারকে বোকা বানিয়ে জোরালো হিটে বল জালে জড়ান ইরফান। দলকে এগিয়ে নেন ২-১ গোলে। মাঝে সমতায় ফেরার একটা সুযোগ পেয়েছিল ঊষা, কিন্তু কৃষ্ণ ও মিমোর জুটি গোল করতে ব্যর্থ হন। প্রথমার্ধের শেষ মিনিটে শাকিল আনসারির কোনাকুনি হিট অল্পের জন্য গোলবার মিস করলে এক গোলের ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় আবাহনী।

বিরতির পর আবাহনী জেঁকে বসে ঊষার উপর। একের পর এক আক্রমনে ৪১ মিনিটে সাফল্য পায় তারা। শাফকাত রাসুলের ক্রসে শাকিল আনসারি ব্যবধান ৩-১ করেন। ৪৪ মিনিটে ঊষা পেনাল্টি কর্নার পেলেও গোলের দেখা আর পায়নি। বরং আবাহনীর মুহুর্মুহু আক্রমণে তাদের ডিফেন্স একেবারে অকার্যকর হয়ে পড়ে।

তারই সুযোগ নিয়ে ৪৮ মিনিটে ব্যবধান ৪-১ করে আবাহনী। কাসিফ আলীর স্কুপে ফাঁকায় বল পেয়ে রিভার্স হিটে জালে জড়ান শাফাকাত রাসুল। ৫২ মিনিটে পাওয়া পেনাল্টি কর্নার কাজে লাগাতে ব্যর্থ হন ঊষার চোলান। তার হিট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন আবাহনীর গোলকিপার অসীম গোপে।

কিন্তু ৫৬ মিনিটে পাওয়া পেনাল্টি কর্নার মিস করেননি আবাহনীর তৌশিক এরশাদ। শাফকাত রসুলের ক্রস রুম্মনের স্টপে জালে জড়ায় তৌশিকের হিটে, আবাহনী এগিয়ে যায় ৫-১ ব্যবধানে।

শেষ ১০ মিনিটে ঊষা মরনপরন চেষ্টায় নামে। আবাহনীর ডিফেন্সে একের পর এক হামলা চালিয়েও পারফেক্ট ফিনিশিং না পাওয়ায় গোল পায়নি ঊষা। শেষপর্যন্ত ২০১০ সালের পর আবার ফাইনালে পরাজিত হয় ঊষা, ৫-১ গোলের বিশাল জয়ে শিরোপা ফিরে পায় আবাহনী লিমিটেড।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আবাহনীর রুম্মান সরকার। ৭ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন আবাহনীরই মাকসুদ আলম হাবুল। ফেয়ার প্লে ট্রফি জিতেছে সোনালী ব্যাংক এসসি।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add