for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ মে ২০১৬, রবিবার, ১১:১৯:৩৯
এক ম্যাচ বাকি থাকতেই বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। এফসি ইনগোলস্টাটকে হারিয়ে রেকর্ড টানা চারবারের মতো চ্যাম্পিয়ন হলো বায়ার্ন৷ প্রথম ক্লাব হিসেবে টানা চারবার বুন্দেসলিগা জিতল বায়ার্ন৷ গতকাল (শনিবার) রাতে ইনগোলস্টাটকে ২-১ গোলে হারিয়ে এই অনন্য রেকর্ড করল বায়ার্ন৷ না জিতলেও এদিনই চ্যাম্পিয়ন নিশ্চিত হতো গার্দিওয়ার দলের৷ কারণ অন্য ম্যাচে তাদের প্রতিদ্বন্দ্বী বোরুসিয়া ডটমুন্ড হেরে গিয়েছে৷
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের নমূনা তুলে ধরে বায়ার্ন৷ চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পরে মরিয়া হয়ে মাঠে নামে বায়ার্নের ফুটবলাররা৷ ৫ মিনিটে রবার্ট লেওয়ানডোক্সি গোল করে বায়ার্নকে এগিয়ে দেন৷ ২৯ গোল করে চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনিই৷ ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পোল্যান্ডের এই ফরোয়ার্ডই৷ তবে গোল খাওয়ার পরেও দমে যায়নি ইনগোলস্টাট৷ ৪২ মিনিটে একটা গোল শোধ করেন ইনগোলস্টাটের হার্টমান। বিরতির সময় ২-১ ব্যবধানেই এগিয়ে ছিল বায়ার্ন৷ শেষ পর্যন্ত ওই ফলেই ম্যাচ জেতে পেপের ছেলেরা৷
For add
For add
For add
For add
for Add