for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ মে ২০১৬, শুক্রবার, ১৯:০৯:৪৪
কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। প্রাথমিকের পর চূড়ান্ত দলেও চমক দেখিয়েছেন তিনি। কোপার চূড়ান্ত এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ মিডফিল্ডার রিকার্ডো কাকার। চেলসির মিডফিল্ডার অস্কারও চূড়ান্ত দলে জায়গা পাননি। আরও বাদ পড়েছেন লিভারপুলের রবার্তো ফিরমিনো, পিএসজির লুকাস মৌরিও।
এর আগে ৪০ সদস্যের প্রাথমিক দল ঘোষনায় সবচেয়ে বড় চমক উপহার দিয়েছিলেন দুঙ্গা। তার এই দলে তো নেইমার নেই’ই। সঙ্গে তিনি বাদ দিয়েছিলেন দলের অভিজ্ঞ তিন ফুটবলার ডেভিড লুইজ, থিয়াগো সিলভা এবং রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলোকে।
ব্রাজিলের কোপা আমেরিকার চূড়ান্ত দল
গোলরক্ষক: অ্যালিসন, দিয়েগো আলভেজ, ইডারসন।
ডিফেন্ডার: মিরান্ডা, গিল, মার্কুইনস, রদ্রিগো ক্যায়িও, দানি আলভেজ, ফিলিপে লুইস, ফ্যাবিনহো, ডগলাস সান্তোস।
মিডফিল্ডার: লুইজ গুসতাভো, এলিয়াস, রেনাতো আগাস্টো, কুতিনহো, লুকাস লিমা, উইলিয়ান, ক্যাসেমিরো, রাফিনহা।
ফরোয়ার্ড: ডগলাস কস্তা, হাল্ক, গ্যাবিগল, রিকার্ডো অলিভিয়েরা।
For add
For add
For add
For add
for Add